Ajker Patrika

টিসিবির পণ্যে আগ্রহ বাড়ছে ক্রেতাদের

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ১২: ০৫
টিসিবির পণ্যে আগ্রহ বাড়ছে ক্রেতাদের

বাজারে নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাধারণ মানুষের মধ্যে টিসিবির পণ্য কেনার আগ্রহ বাড়ছে। তবে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় টিসিবি থেকে পর্যাপ্ত পণ্য পাচ্ছেন না স্থানীয়রা। এ অবস্থায় পণ্যে সরবরাহ বাড়ানোর দাবি জানিয়েছেন তাঁরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, কোটচাঁদপুরে টিসিবির ডিলার রয়েছে চারজন। তাঁরা হলেন মতিয়ার রহমান, জাহিদ হোসেন, রায়হান উদ্দিন, ও শহিদুল ইসলাম। প্রতি মাসে একজন ডিলার শুধু মাত্র পৌর শহরে একবার করে পণ্য সরবরাহ করেন। এতে করে গ্রামের মানুষ এ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

তিনি বলেন, ‘১০ বছর ধরে টিসিবির পণ্য বিক্রি করি আমি। মানুষের মাঝে আগের তুলনায় বর্তমানে টিসিবির পণ্য নেওয়া আগ্রহ বাড়তে দেখছি। বাজারে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় মানুষ এ সব পণ্য নিতে ভিড় জমাচ্ছেন। তবে চাহিদার তুলনায় সরবরাহ কম। সরবরাহ বাড়লে মানুষ আরও সুবিধা পেতেন।’

জানা গেছে,

ভোক্তাদের দাবি, এ সব পণ্যের সরবরাহ বাড়িয়ে সপ্তাহে বিক্রি আরও একদিন বাড়ালে মানুষ আরও সুবিধা পেতেন। এ ছাড়া প্যাকেজ নিয়ম তুলে দেওয়া প্রয়োজন বলে তাঁরা মনে করেন।

প্যাকেজ তুলে দেওয়ার দাবি জানানোর কারণ উল্লেখ করে ভোক্তারা বলেন, একটা প্যাকেজের দাম ৫৭০ টাকা। একজন দরিদ্র মানুষের পক্ষে এই প্যাকেজ কেনা সম্ভব না। এ কারণে যাদের টাকা আছে তাঁরা বেশি সুবিধা পাচ্ছেন।

এ বিষয়ে সলেমানপুরের অজিত দাস বলেন, ‘শুনেছি টিসিবির পণ্য কম দামে পাওয়া যায়। তবে নিতে এসে একদিনও পায়নি। এ ছাড়া ডিলাররা প্যাকেজ করে দেওয়ায় দরিদ্র মানুষ টিসিবি থেকে পণ্য কিনতে পারছেন না। কেনার ক্ষমতা থাকে না। যাদের টাকা আছে তারা অনেকেই ২ থেকে ৩টি করে প্যাকেজ কিনছেন। এতে অনেককে ফিরতে হয় খালি হাতে। টিসিবির উচিত এই এলাকায় পণ্যের সরবরাহ বাড়ানো।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দেলোয়ার হোসেন জানান, এ সব পণ্য সরবরাহ হয় জেলা থেকে। চাহিদা বেশি থাকলে স্থানীয় জনপ্রতিনিধিরা দাবি করলে পণ্যের সরবরাহ বাড়তে পারে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত