Ajker Patrika

ফটিকছড়ির দুই ইউপির চেয়ারম্যান নির্বাচন স্থগিত

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৩: ২২
ফটিকছড়ির দুই ইউপির চেয়ারম্যান নির্বাচন স্থগিত

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বখতপুর ও লেলাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত রাখার আদেশ দিয়েছেন হাইকোর্ট। গত রোববার বক্তপুর ইউপির বর্তমান চেয়ারম্যান এস এম সোলায়মান ও লেলাংয়ের চেয়ারম্যান মো. সরোয়ার উদ্দিন চৌধুরী শাহিনের করা আপিল শুনানি শেষে বিচারপতি ওবায়দুল হাসান আগামী ৬ সপ্তাহের জন্য নির্বাচন স্থগিত রাখার নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেন বখতপুর ইউপির চেয়ারম্যান সোলায়মান ও লেলাংয়ের চেয়ারম্যান মো. সরোয়ার।

এর আগে গত ৩১ অক্টোবর মনোনয়নপত্র বাতিল নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন দুই ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফারুকুল আজম ও আবুল কালাম আজাদ। শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের দ্বৈত বেঞ্চ তাঁদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে প্রতীক বরাদ্দের নির্দেশ দেন। আদালতের এ আদেশের বিরুদ্ধে আপিল করেন বর্তমান দুই চেয়ারম্যান। এতে আটকে যায় দুই ইউপির চেয়ারম্যান পদে নির্বাচন।

উল্লেখ্য, আগামী ১১ নভেম্বর ফটিকছড়িতে ১৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে মামলা সংক্রান্ত কারণে বখতপুর ও লেলাং ইউপিতে চেয়ারম্যান পদের নির্বাচন হবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত