Ajker Patrika

খন্দকার খোরশেদসহ ২ কাউন্সিলর কারাগারে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৬ জুন ২০২২, ১০: ৪৯
খন্দকার খোরশেদসহ ২ কাউন্সিলর কারাগারে

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বিএনপিপন্থী দুই কাউন্সিলরকে পৃথক মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে আগাম জামিনের মেয়াদ শেষে দুজন আত্মসমর্পণ করে জামিন চাইলে জামিন আবেদন নামঞ্জুর করে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তাঁরা হলেন নাসিকের ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ও ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল কাউসার আশা। খোরশেদ মহানগর যুবদলের সাবেক সভাপতি এবং আবুল কাউসার আশা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি।

গতকাল দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল কাউন্সিলর খোরশেদকে কারাগারে পাঠানোর আদেশ দেন। অন্যদিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সি মো. মশিয়ার রহমান কাউন্সিলর আশাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান। তিনি বলেন, পৃথক দুটি মামলায় ওই দুই কাউন্সিলরকে আদালতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার বিষয়ে কাউন্সিলর খোরশেদের আইনজীবী অ্যাডভোকেট শিপলু বলেন, খোরশেদের বিরুদ্ধে নারী নির্যাতনের একটি মামলা ছিল। তিনি সেই মামলায় হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হলে গতকাল তিনি নারী ও শিশু আদালতে এসে আত্মসমর্পণ ও জামিন আবেদন করেন। আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অন্যদিকে কাউন্সিলর আশার আইনজীবী অ্যাডভোকেট নূর বাঁধন বলেন, সম্প্রতি বন্দরে একটি হত্যা মামলায় কাউন্সিলর আশাকে আসামি করা হয়েছে। সেই মামলায় হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষে গতকাল তিনি আদালতে আত্মসমর্পণ করলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত