Ajker Patrika

ঈদে অভিষেকের অপেক্ষায়

ঈদে অভিষেকের অপেক্ষায়

এবার ঈদুল ফিতর উপলক্ষে মুক্তির দৌড়ে আছে ১৩টি সিনেমা। সব কটি সিনেমার কলাকুশলীরাই প্রচারে ব্যস্ত। সিনেমার সংখ্যার মতো এবার নতুন অভিনয়শিল্পীর সংখ্যাও চোখে পড়ার মতো। ঢাকাই চলচ্চিত্রে এবার অভিষেকের অপেক্ষায় আছেন সাত অভিনেত্রী।

mandira-(2)মন্দিরা চক্রবর্তী (কাজলরেখা)
২০১২ সালে নাচের রিয়েলিটি শো ‘সেরা নাচিয়ে’র রানার্স আপ মন্দিরা চক্রবর্তী। এরপর নাচের পাশাপাশি নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন। এবার বড় পর্দায় অভিষেক হচ্ছে মন্দিরার। গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’ সিনেমায় কাজলরেখা চরিত্রে দেখা যাবে তাঁকে। সিনেমা নিয়েই ক্যারিয়ার গড়তে চান মন্দিরা। কাজলরেখা ছাড়া ইতিমধ্যে শেষ করেছেন মিঠু খানের ‘নীল চক্র’র কাজ। মন্দিরা বলেন, ‘শুরুতে নাটক ও মডেলিং করেছি। এখন শুধু সিনেমা করতে চাই। সিনেমায় মনোযোগ দিতে চাই। অনেকেই প্রশ্ন করছে যে আমি হয়তো একটি-দুটি সিনেমা করেই আবার ব্যাকফুটে চলে যাব। আসলে তা নয়। সিনেমা নিয়ে আমি দৃঢ়প্রতিজ্ঞ। চলচ্চিত্রকে ভালোবেসেই অনেক দূর এগোতে চাই।’

sadia-(5)সাদিয়া আয়মান (কাজলরেখা)
সাদিয়া আয়মান এখন ছোট পর্দার নিয়মিত মুখ। এবার ঈদে তিনিও পা রাখছেন বড় পর্দায়। ‘কাজলরেখা’ দিয়ে সিনেমায় অভিষেক হচ্ছে তাঁর। সাদিয়াকে দেখা যাবে কাজলরেখার কিশোরী চরিত্রে। এটি সাদিয়ার ক্যারিয়ারের প্রথম দিকের কাজ। সিনেমা রিলিজ হওয়ার আগেই ছোট পর্দায় নিয়মিত হয়ে গেছেন তিনি। নিজের প্রথম সিনেমা নিয়ে সাদিয়া আয়মান বলেন, ‘কাজলরেখা আমার ক্যারিয়ারের শুরুর দিকের কাজ। যখন সিনেমাটির শুটিং করেছিলাম, তখন আমি একদম নতুন। একদম ন্যাচারাল থাকার চেষ্টা করেছি। ভয়ও লাগছিল। ৪০০ বছর আগের প্রেক্ষাপটে তৈরি হয়েছে সিনেমাটি। একেবারে ভিন্ন এক সাদিয়াকে দেখা যাবে এতে। সিনেমার কাজও শেষ হয়েছিল এখন থেকে দুই বছর আগে। তাই পর্দায় দর্শক ছোট্ট সাদিয়াকেই দেখতে পাবে।’ এরই মাঝে নতুন বেশ কিছু সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছেন সাদিয়া। তবে, সব মিলিয়ে পছন্দ হয়নি। পছন্দ মিলে গেলেই চুক্তিবদ্ধ হবেন নতুন সিনেমায়।

afra-2আফরা শাইয়ারা (পটু)
রাজশাহী এলাকার গল্প নিয়ে আহমেদ হুমায়ুন বানিয়েছেন তাঁর প্রথম চলচ্চিত্র ‘পটু’। এ সিনেমা দিয়ে অভিষেক হচ্ছে আফরা শাইয়ারার। মডেল হিসেবে কাজ করলেও পটু দিয়েই ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন আফরা। প্রথম সিনেমার অভিজ্ঞতা জানিয়ে অভিনেত্রী বলেন, ‘আমার স্বপ্ন ছিল নায়িকা হওয়ার। এত কম সময়ে সুযোগ পেয়ে যাব ভাবিনি। শুটিংয়ের সময় প্রথম প্রথম কিছুটা নার্ভাস ছিলাম। পরিচালক থেকে শুরু করে পুরো টিম আমাকে হেল্প করেছে। শুটিং হয়েছে রাজশাহীর প্রত্যন্ত অঞ্চলে।’ একটি সিনেমা করেই হারিয়ে যেতে চান না আফরা। গল্প ও চরিত্র পেলে অভিনয়ে নিয়মিত হওয়ার ইচ্ছা তাঁর।

singdha-5জান্নাতুল ফেরদৌস স্নিগ্ধা (সোনার চর)
জায়েদ খানের বিপরীতে ‘সোনার চর’ সিনেমা দিয়ে অভিষেকের অপেক্ষায় জান্নাতুল ফেরদৌস স্নিগ্ধা। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর তাঁর কন্যা শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার সময়ের গল্প নিয়ে সিনেমাটি পরিচালনা করেছেন জাহিদ হোসেন। পড়ালেখার জন্য দেশের বাইরে থাকায় সিনেমার প্রচারে সময় দিতে পারছেন না স্নিগ্ধা। নির্মাতা জানান, দেশের বাইরে থাকলেও নিজের প্রথম সিনেমা নিয়ে উচ্ছ্বসিত স্নিগ্ধা। 

monaসুপ্রভাত ইসলাম (মোনা: জ্বীন ২)
কামরুজ্জামান রোমান পরিচালিত ভৌতিক সিনেমা ‘মোনা: জ্বীন ২’-এ নাম ভূমিকায় অভিনয় করেছেন সুপ্রভাত ইসলাম। এর আগে ছোট পর্দায় কাজ করার অভিজ্ঞতা থাকলেও বড় পর্দায় এবারই তিনি প্রথম। প্রথমবার সিনেমায় অভিনয় প্রসঙ্গে সুপ্রভাত বলেন, ‘সিনেমায় প্রথম হলেও অভিনয়ের সঙ্গে যোগাযোগটা ছোটবেলা থেকে। আমি ভরতনাট্যম করি, স্কুলে প্রায় নিয়মিতই অভিনয় করতাম। সেখান থেকেই অভিনয়ের ইচ্ছাটা সৃষ্টি হয়। দীপংকর দীপনের একটি ধারাবাহিকে কাজ করার সময় তিনি বলেছিলেন, চেহারা ভালো হলেই অভিনেত্রী হওয়া যায় না, চর্চা করতে হয়। আমি সেই চেষ্টাটা করেছি।’ সুপ্রভাত এখন ব্যস্ত পড়ালেখা নিয়ে। পড়ালেখা শেষ করে নতুন করে ভাবতে চান অভিনয় নিয়ে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত