Ajker Patrika

শিবপুরে প্রতীক পেলেন ৩৫৯ জন প্রার্থী

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১৩: ৩৭
শিবপুরে প্রতীক পেলেন ৩৫৯ জন প্রার্থী

নরসিংদীর শিবপুর উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৩৫৯ জন বৈধ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। গত সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নিজ নিজ এলাকার রিটার্নিং কর্মকর্তারা প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন। এ সময় প্রতিটি ইউপির প্রার্থী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়।

এ উপলক্ষে উপজেলা পরিষদের মাঠে প্রার্থীরা তাঁদের সমর্থকদের নিয়ে উপস্থিত হন।

কথা হয় একজন প্রার্থী বলেন, ‘জনগনের সেবা করতে নির্বাচনে প্রার্থী হয়েছি। তাই প্রতীক নিতে আসার সময় আমার সমর্থকেরা আমার সঙ্গে এসেছে। সমর্থকদের এমন ভালোবাসা ও দোয়া থাকলে আমি বিজয়ী হব।’

উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারজানা আবেদীন বলেন, শিবপুরে পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে ৭টি ইউপিতে ভোটগ্রহণ হবে আগামী ৫ জানুয়ারি। ৭ ইউপিতে চেয়ারম্যান পদে ৫৩ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৭৩ জন ও সাধারণ সদস্য পদে ২৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগে, গত রোববার৯ চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত নারী সদস্য পদে ২ ও সাধারণ ইউপি সদস্য পদে ১০ জনসহ মোট ২০ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত