Ajker Patrika

বোরো ধানের চারা বিক্রি র ধুম

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ৫০
বোরো ধানের চারা বিক্রি র ধুম

পঞ্চগড়ের বোদা উপজেলায় চলছে বোরো ধানের চারা রোপণের কাজ। তাইতো ভোর থেকে পৌরসভার নগরকুমারীর অস্থায়ী হাটে ধানের চারা বিক্রির ধুম পড়ে। উপজেলার বিভিন্ন এলাকার চাষিরা এখান থেকে চারা কিনে খেতে রোপণ করছেন।

কৃষি বিভাগ জানায়, চলতি বছর সাড়ে ৯ হাজার হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে প্রচণ্ড ঠান্ডা আর ঘন কুয়াশায় অনেকের বীজতলা নষ্ট হয়েছে। এতে বোরো নষ্ট বীজতলা নিয়ে অনেকে পরে চিন্তায়।

এদিকে নিজের জমিতে চারা রোপণের পরে বাড়তি চারা নিয়ে আসছেন বোদা পৌরসভার নগরকুমারী হাটে। ভোর থেকে বোদা সোনালী ব্যাংকের সামনের রাস্তায় বসছে অস্থায়ী বোরো চারার হাট। উপজেলার বিভিন্ন এলাকা থেকে চাষিরা আসছেন, পাঁচপীর ইউনিয়নের পাঠান পাড়া থেকে চারা নিয়ে এসেছেন শৈলেন রায়। অস্থায়ী হাটে তিনি আসতে না আসতেই তাঁকে ঘিরে ধরেন ব্যবসায়ীরা। একজন একদাম বললেই আরের জন বলছেন আরেক দাম। তাই সঠিক দাম নিয়ে বিক্রেতাদের কোনো মাথা ব্যথা নেই। তিনি বলেন, ‘যা ভেবেছি তাঁর থেকে বেশি দাম পেয়েছি।’

বোদা পৌরসভার নয়ানকার এলাকার ভানু দেব জানান, ভ্রাম্যমাণ হাটে সমস্যা সমাধান হচ্ছে ঠিকই কিন্তু ব্যবসায়ী কৃষকদের কাছ থেকে চারা কিনে নিচ্ছেন ব্যবসায়ীরা। আর সে চারা তাঁরা বেশি দামে বিক্রি করছে। ফলে আমাদের কিনতে হচ্ছে বাড়তি দামে।

বোরো চারা ব্যবসায়ী বাবুল ও সফিকুল জানান, বোরোর চারা কিনে আবার বিক্রি করেন অন্য কৃষকের কাছে। প্রতিদিন চারা বেচাকেনা করে ১ হাজার থেকে ১ হাজার ৫০০ টাকা আয় হয়। মাস দুয়েক এই ব্যবসা চলে।

বোদা উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন অর রশিদ জানান, সাড়ে ৯ হাজার জমি নির্ধারণ করা হলেও প্রায় ১৩ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ হচ্ছে। অতিরিক্ত কুয়াশার কারণে সামান্য কিছু বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বোরো রোপণের সমস্যা হবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত