Ajker Patrika

মুরাদের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১১: ১১
মুরাদের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ

রাজশাহীর আদালতে সদ্য সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। গতকাল সোমবার দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান মামলার আবেদনটি খারিজ করে দেন।

আগের দিন রোববার বগুড়া আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করেন। আদালত আবেদনটি গ্রহণ করলেও পর্যবেক্ষণের পর খারিজ করে দেন।

মামলার আবেদনে ভার্চুয়াল টকশোর উপস্থাপক শেখ মহিউদ্দিন হেলালকেও বিবাদী করা হয়েছিল।

মামলাটি খারিজ করে দেওয়ার তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা। সম্প্রতি একটি ভার্চুয়াল টকশোতে জাইমা রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন মুরাদ। এরপরই ঢাকাই সিনেমার এক নায়িকার সঙ্গে অডিও অশ্লীল কথোপকথন ফাঁসের ঘটনায় বেকায়দায় পড়েন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত