Ajker Patrika

নদীতে নিখোঁজ বর্ষার লাশ উদ্ধার, সন্ধান মেলেনি মারিয়ার

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
নদীতে নিখোঁজ বর্ষার লাশ উদ্ধার, সন্ধান মেলেনি মারিয়ার

টাঙ্গাইলের কালিহাতীতে নদীতে নিখোঁজ দুই শিশুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া শিশুটির নাম বর্ষা (২)। সে কালিহাতী পৌর এলাকার হরিপুর পশ্চিম পাড়া গ্রামের বিদ্যুতের মেয়ে। তবে এখনো (শুক্রবার বিকেল ৫টা) নিখোঁজ রয়েছে একই এলাকার মিঞ্জুর হোসেনের মেয়ে শিশু মারিয়া (২)। তাকে উদ্ধারে গতকাল শুক্রবার সকাল থেকে ঝিনাই নদীর বিভিন্ন এলাকায় তৎপরতা চালায় টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ডুবুরি দল ও স্বজনেরা।

এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে বোতল নিয়ে খেলতে গিয়ে বাড়িসংলগ্ন ঝিনাই নদীতে পড়ে নিখোঁজ হয় ওই দুই শিশু। তারা সম্পর্কে চাচাতো বোন। সন্ধ্যায় ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করা হলেও রাতে উদ্ধার তৎপরতা চালানো যাবে না বলে বৃহস্পতিবার আসেনি ডুবুরি দল। পরে শুক্রবার সকাল থেকে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

বর্ষা ও মারিয়ার দাদা চাঁন মিয়া জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে দুই চাচাতো বোন বোতল দিয়ে বাড়ির উঠানে খেলছিল। হঠাৎ করে তাঁদের না দেখতে পেয়ে আশেপাশে খোঁজাখুঁজি করার পর নদীর ঘাটে বোতল দুটি ভাসতে দেখা যায়। এরপর গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নাগবাড়ী ইউনিয়নের ঘোনাবাড়ী এলাকায় ঝিনাই নদীতে স্থানীয় এক মাছ শিকারি একটি শিশুর মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন। পরে খবর পেয়ে শিশুর স্বজনেরা গিয়ে মরদেহটি শনাক্ত শেষে বাড়িতে নিয়ে আসেন।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ডুবুরি দলের মহিদুর রহমান জানান, রাতের বেলায় শুধু জলাধারে উদ্ধার অভিযান নিষেধের কারণে বৃহস্পতিবার রাতে আমরা আসতে পারিনি। শুক্রবার সকালে আসার পরে সম্ভাব্য সব জায়গায় ডুবুরি নামিয়ে খোঁজাখুঁজি করে সকাল ১০টার পর অভিযান সমাপ্ত করা হয়। এরপর আবার খোঁজ শুরু করা হয়। 
কালিহাতী থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান শেখ জানান, আইনি প্রক্রিয়া শেষে বিনা ময়নাতদন্তে উদ্ধার হওয়া মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত