Ajker Patrika

তেরখাদায় জমে উঠেছে ফুটবল টুর্নামেন্ট

তেরখাদা প্রতিনিধি
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ০৭: ৫১
তেরখাদায় জমে উঠেছে ফুটবল টুর্নামেন্ট

তেরখাদায় উপজেলা প্রশাসনের আয়োজনে জমে উঠেছে আব্দুস সালাম মুর্শেদী ফুটবল টুর্নামেন্ট ২০২২। গত মঙ্গলবার এর উদ্বোধনী খেলায় অংশ নেয় কর্মকর্তা একাদশ বনাম জনপ্রতিনিধি একাদশ। এ খেলায় জনপ্রতিনিধি একাদশ ৩-১ গোলে বিজয়ী হয়। আরও একটি খেলা হয় কর্মচারী একাদশ বনাম ইউপি সদস্য একাদশের মধ্যে। এ খেলায় ইউপি সদস্য একাদশ বিজয় লাভ করে।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফুটবল খেলার উদ্বোধন করেন খুলনা-৪ আসনের আব্দুস সালাম মুর্শেদী। মঙ্গলবার উপজেলা সদরের সরকারি ইখড়ি কাটেংগা হাইস্কুল মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব ও শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. শারাফাত হোসেন মুক্তি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সোহেল রানা।

আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কামরুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী প্রজিত সরকার, নির্বাচন কর্মকর্তা রাজিবুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কপিল দেব বশাক, সমাজসেবা কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, আজগড়া ইউপি চেয়ারম্যান কৃষ্ণ মেনন রায় প্রমুখ। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত