বরিশাল প্রতিনিধি
বরিশাল নগর বিএনপির সাম্প্রতিক ইফতার পার্টিকে কেন্দ্র করে চাঁদাবাজির ঘটনায় দলে তোলপাড় শুরু হয়েছে। ঘটনাটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্র পর্যন্ত পৌঁছেছে বলে জানা গেছে। চাঁদাবাজির ঘটনা ধামাচাপা দিতে গত সোমবার দলীয় কার্যালয়ে আহ্বায়ক কমিটির রুদ্ধদ্বার বৈঠক হয়। ৩ ঘণ্টাব্যাপী ওই বৈঠকে চাঁদাবাজির খবর ফাঁস হওয়ায় তুমুল বাগ্বিতণ্ডা ও তর্কবিতর্ক হয়। বৈঠকে নগর বিএনপির সদস্যসচিব মীর জাহিদুল কবিরসহ কয়েকজন চাঁদাবাজির খবর প্রকাশ হওয়ায় গণমাধ্যম সম্পর্কে ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছেন বলে জানা গেছে।
মূল্যায়ন সভায় উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সদস্য থেকে সভা সম্পর্কে বিস্তারিত জানা যায়। সভার শুরুতেই চাঁদাবাজি নিয়ে মুখ খোলায় দলের দুই সদস্যের বহিষ্কার চান কয়েকজন নিষ্ক্রিয় সদস্য। তবে ওই দুই সদস্য বৈঠকে স্বীকার করেন তাঁদের কাছে চাঁদা চাওয়ার বিষয়টি তাঁরা প্রকাশ করেছেন।
সভায় নগর বিএনপির সদস্য আব্দুল হালিম মৃধা আক্ষেপ করে বলেন, ‘পথে-ঘাটে আমাদের ইফতারিতে চাঁদা নিয়ে কথা হয়।’ তিনি ওই সময় জানান, সম্প্রতি আদালতে গেলে সেখানকার এক আইনজীবী বলেছেন তাঁরা নাকি ইফতারে চাঁদাবাজি করেছেন। বিষয়টি কেন্দ্র পর্যন্ত পৌঁছেছে।’
নগর বিএনপির ১ নম্বর সদস্য আ ন ম সাইফুল ইসলাম আজিম বলেন, ‘আপনারা ইফতার পার্টি ভালো বললেও, আমি বলব ভালো হয়নি। কেন না, আমার ওয়ার্ডের নেতারা প্যাকেট পাননি।’ তিনি গণমাধ্যমকে কটাক্ষ করে বলেন, ‘দুষ্টু সাংবাদিকেরা ইফতার পার্টিকে প্রশ্নবিদ্ধ করেছেন।’
বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়া উদ্দিন সিকদার বলেন, ‘ফ্রিডম অব স্পিচ, ফ্রিডম অব এক্সপ্রেশন’ সবার থাকতে হবে। দলের সদস্য অ্যাডভোকেট মাসুদ হতাশ কণ্ঠে বলেন, নগর বিএনপির কর্মসূচিতে অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বিএনপি নেতাদের নির্দেশ দেন, দুঃখজনক।
বিএনপির ২৮ নম্বর সদস্য বদিউজ্জামান টলন বলেন, ‘আমরাই তো স্বতঃস্ফূর্ত চাঁদা দিতে চেয়েছি। এটা নিয়ে এসব সাংবাদিকের কাছে দলের যেসব সদস্য মুখ খুলছেন, তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া দরকার।’
৪২ নম্বর সদস্য ইয়াছির আরাফাত মিন্টু বলেন, ‘যাঁরা ইফতারির চাঁদা নিয়ে মুখ খুলেছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। তিনি গণমাধ্যমের ওপর ক্ষুব্ধ হয়ে বলেন, সাংবাদিকেরা একের পর এক কীভাবে নিউজ করেন?’
দলের ৩ নম্বর যুগ্ম আহ্বায়ক আলতাফ মাহমুদ সিকদারও চাঁদাবাজির ঘটনা ফাঁস হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘সাম্প্রতিক ইফতারের ভালো-মন্দ, ভুল-ত্রুটি নিয়ে আলোচনা হয়েছে। চাঁদাবাজি নিয়ে সভায় বাগ্বিতণ্ডা প্রসঙ্গে বলেন, যাঁরা এই কথাগুলো বলেন, তাঁরা আমাদের মঙ্গল চান না।’
নগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুল বলেন, আহ্বায়ক কমিটির সভায় ইফতারের মূল্যায়ন হয়েছে। সভায় চাঁদাবাজি নিয়ে ক্ষোভ, তুমুল বাগ্বিতণ্ডা ও তর্কবিতর্ক হওয়া প্রসঙ্গে বলেন, ‘এ ব্যাপারে আমি কিছু শুনিনি, আমার কানে একটু সমস্যা।’ সভায় গণমাধ্যমকে কটাক্ষ করা প্রসঙ্গে বলেন, ‘এটার আমি কী বলব, আমার কোনো মন্তব্য নাই।’
নগর বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট মহসিন মন্টু বলেন, ‘আহ্বায়ক কমিটি দরজা আটকে বৈঠকে যা করেছে তা দুঃখজনক। ওই সভা নিয়ে যা শুনেছেন, তা সত্য হলে আমি ক্ষুব্ধ।’
জানতে চাইলে বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়া উদ্দিন সিকদার বলেন, ইফতার পাটি মূল্যায়নে সভা ছিল। সভায় ইফতারের নামে চাঁদাবাজি নিয়ে ক্ষোভ এবং বাগ্বিতণ্ডা প্রসঙ্গে জিয়া বলেন, এটি তাদের অভ্যন্তরীণ সভা। তিনি এ বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেছেন।
বরিশাল নগর বিএনপির সাম্প্রতিক ইফতার পার্টিকে কেন্দ্র করে চাঁদাবাজির ঘটনায় দলে তোলপাড় শুরু হয়েছে। ঘটনাটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্র পর্যন্ত পৌঁছেছে বলে জানা গেছে। চাঁদাবাজির ঘটনা ধামাচাপা দিতে গত সোমবার দলীয় কার্যালয়ে আহ্বায়ক কমিটির রুদ্ধদ্বার বৈঠক হয়। ৩ ঘণ্টাব্যাপী ওই বৈঠকে চাঁদাবাজির খবর ফাঁস হওয়ায় তুমুল বাগ্বিতণ্ডা ও তর্কবিতর্ক হয়। বৈঠকে নগর বিএনপির সদস্যসচিব মীর জাহিদুল কবিরসহ কয়েকজন চাঁদাবাজির খবর প্রকাশ হওয়ায় গণমাধ্যম সম্পর্কে ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছেন বলে জানা গেছে।
মূল্যায়ন সভায় উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সদস্য থেকে সভা সম্পর্কে বিস্তারিত জানা যায়। সভার শুরুতেই চাঁদাবাজি নিয়ে মুখ খোলায় দলের দুই সদস্যের বহিষ্কার চান কয়েকজন নিষ্ক্রিয় সদস্য। তবে ওই দুই সদস্য বৈঠকে স্বীকার করেন তাঁদের কাছে চাঁদা চাওয়ার বিষয়টি তাঁরা প্রকাশ করেছেন।
সভায় নগর বিএনপির সদস্য আব্দুল হালিম মৃধা আক্ষেপ করে বলেন, ‘পথে-ঘাটে আমাদের ইফতারিতে চাঁদা নিয়ে কথা হয়।’ তিনি ওই সময় জানান, সম্প্রতি আদালতে গেলে সেখানকার এক আইনজীবী বলেছেন তাঁরা নাকি ইফতারে চাঁদাবাজি করেছেন। বিষয়টি কেন্দ্র পর্যন্ত পৌঁছেছে।’
নগর বিএনপির ১ নম্বর সদস্য আ ন ম সাইফুল ইসলাম আজিম বলেন, ‘আপনারা ইফতার পার্টি ভালো বললেও, আমি বলব ভালো হয়নি। কেন না, আমার ওয়ার্ডের নেতারা প্যাকেট পাননি।’ তিনি গণমাধ্যমকে কটাক্ষ করে বলেন, ‘দুষ্টু সাংবাদিকেরা ইফতার পার্টিকে প্রশ্নবিদ্ধ করেছেন।’
বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়া উদ্দিন সিকদার বলেন, ‘ফ্রিডম অব স্পিচ, ফ্রিডম অব এক্সপ্রেশন’ সবার থাকতে হবে। দলের সদস্য অ্যাডভোকেট মাসুদ হতাশ কণ্ঠে বলেন, নগর বিএনপির কর্মসূচিতে অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বিএনপি নেতাদের নির্দেশ দেন, দুঃখজনক।
বিএনপির ২৮ নম্বর সদস্য বদিউজ্জামান টলন বলেন, ‘আমরাই তো স্বতঃস্ফূর্ত চাঁদা দিতে চেয়েছি। এটা নিয়ে এসব সাংবাদিকের কাছে দলের যেসব সদস্য মুখ খুলছেন, তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া দরকার।’
৪২ নম্বর সদস্য ইয়াছির আরাফাত মিন্টু বলেন, ‘যাঁরা ইফতারির চাঁদা নিয়ে মুখ খুলেছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। তিনি গণমাধ্যমের ওপর ক্ষুব্ধ হয়ে বলেন, সাংবাদিকেরা একের পর এক কীভাবে নিউজ করেন?’
দলের ৩ নম্বর যুগ্ম আহ্বায়ক আলতাফ মাহমুদ সিকদারও চাঁদাবাজির ঘটনা ফাঁস হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘সাম্প্রতিক ইফতারের ভালো-মন্দ, ভুল-ত্রুটি নিয়ে আলোচনা হয়েছে। চাঁদাবাজি নিয়ে সভায় বাগ্বিতণ্ডা প্রসঙ্গে বলেন, যাঁরা এই কথাগুলো বলেন, তাঁরা আমাদের মঙ্গল চান না।’
নগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুল বলেন, আহ্বায়ক কমিটির সভায় ইফতারের মূল্যায়ন হয়েছে। সভায় চাঁদাবাজি নিয়ে ক্ষোভ, তুমুল বাগ্বিতণ্ডা ও তর্কবিতর্ক হওয়া প্রসঙ্গে বলেন, ‘এ ব্যাপারে আমি কিছু শুনিনি, আমার কানে একটু সমস্যা।’ সভায় গণমাধ্যমকে কটাক্ষ করা প্রসঙ্গে বলেন, ‘এটার আমি কী বলব, আমার কোনো মন্তব্য নাই।’
নগর বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট মহসিন মন্টু বলেন, ‘আহ্বায়ক কমিটি দরজা আটকে বৈঠকে যা করেছে তা দুঃখজনক। ওই সভা নিয়ে যা শুনেছেন, তা সত্য হলে আমি ক্ষুব্ধ।’
জানতে চাইলে বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়া উদ্দিন সিকদার বলেন, ইফতার পাটি মূল্যায়নে সভা ছিল। সভায় ইফতারের নামে চাঁদাবাজি নিয়ে ক্ষোভ এবং বাগ্বিতণ্ডা প্রসঙ্গে জিয়া বলেন, এটি তাদের অভ্যন্তরীণ সভা। তিনি এ বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেছেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪