Ajker Patrika

এক দিনের ব্যবধানে দুই লাশ উদ্ধার

বেলাব (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ১৩: ৪৮
এক দিনের ব্যবধানে দুই লাশ উদ্ধার

নরসিংদীর বেলাবতে এক দিনের ব্যবধানে দুটি লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের চর ছায়েট গ্রামের একটি নির্জন কলাবাগান থেকে প্রায় ১৭ বছরের এক অজ্ঞাতনামা কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে বেলাব উপজেলার দুলালকান্দিতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত রিপন মিয়া নামের এক অটোচালকের লাশ উদ্ধার করা হয়। পরপর দুটি লাশ উদ্ধারের ঘটনায় উপজেলায় থমথমে পরিবেশ বিরাজ করছে। তবে পুলিশ বলছে দুই ঘটনার মধ্যে কোনো মিল নেই।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সকাল সাড়ে ১০টায় চর ছায়েট এলাকার জামাল মিয়ার কলাবাগানে একটি লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। ওই কিশোরের চোখ উপড়ানো ও মুখ বাঁধা ছিল। পরে বেলাব থানা-পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ঘটনাস্থলে থাকা বেলাব থানার উপপরিদর্শক (এসআই) মো. গিয়াস উদ্দীন বলেন, কিশোরের পরিচয় পাওয়া যায়নি। তার চোখ উপড়ানো এবং মুখে সুপার গ্লু লাগানো ছিল। তার পকেটে খুচরা কিছু টাকা পাওয়া গেছে। এ থেকে ধারণা করা যায়, সে অটোচালক বা শ্রমিক হতে পারে।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফায়েত হোসেন পলাশ বলেন, ‘এখনো এ নিয়ে কিছুই বলা যাচ্ছে না। কিশোরের পরিচয় পাওয়া যায়নি। তবে নারায়ণপুরের দুলালকান্দি গ্রামে খুন হওয়া রিপন এবং এ ঘটনার মধ্যে কোনো মিল নেই। আমাদের তদন্ত চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত