Ajker Patrika

‘আ.লীগের আমলে সীমান্তে হত্যা বেড়েছে ’

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ১৬: ৩৬
‘আ.লীগের আমলে সীমান্তে হত্যা বেড়েছে ’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, চীন, পাকিস্তানের সীমান্তে ভারত বন্দুক তাক করতেও ভয় পায় অথচ বাংলাদেশের সীমান্তে প্রতিনিয়ত গুলি করে মানুষ হত্যা করছে। আওয়ামী লীগ সরকারের আমলে সীমান্ত হত্যা অনেক বেড়েছে। বিএনপির সময় সীমান্ত হত্যা অনেক কম ছিল।

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার সীমান্ত এলাকা বলাইরহাটে বিএসএফের গুলিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ ফেরতের দাবিতে আয়োজিত মানববন্ধনে ইকবাল হাসান মাহমুদ টুকু এসব কথা বলেন।

তিনি বলেন, ‘গত ১২ নভেম্বর কালীগঞ্জের সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফ গুলি করে হত্যা করে লাশ নিয়ে যায়, সেই লাশ ৭ দিনেও ফেরত দেয়নি। এটা সরকারের চরম ব্যর্থতা। আমরা অবিলম্বে পরিবারের কাছে লাশ ফেরত দেওয়ার দাবি জানাই।’

তিনি আরও বলেন, ‘বিএসএফ বাংলাদেশিদের গুলি করে হত্যা করছে। হত্যা করে তারা লাশগুলো গুম করে দিচ্ছে। নিহতদের লাশ ফেরত চাইলেও প্রশাসন সাড়া দেয় না। সরকারও কিছুই বলছে না। প্রতিবাদও করে না। তাঁরা ভারত সরকারের সঙ্গে আঁতাত করে ক্ষমতায় টিকে থাকতে চায়। শুধু তাই নয়, বিএনপির কর্মীদের গুম করে তাঁদেরও লাশ ফেরত দেয়নি এই সরকার।’

কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, জেলা বিএনপির সহসভাপতি রোকন উদ্দিন বাবুল ও নিহতের পরিবারের সদস্যরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে হচ্ছে নতুন আইন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত