মাইনউদ্দিন শাহেদ, কক্সবাজার
প্রায় ৯ বছর পর আজ বৃহস্পতিবার কক্সবাজার পৌরসভা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। দীর্ঘদিন পর জেলার রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ আওয়ামী লীগের এই সম্মেলন নিয়ে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। দুই দিন ধরে সম্মেলনকে ঘিরে পর্যটন শহরে উৎসবের আমেজ বিরাজ করছে।
দলীয় নেতারা জানান, সর্বশেষ ২০১৩ সালের ৩০ জানুয়ারি কক্সবাজার পৌর আওয়ামী লীগের সম্মেলন হয়েছিল। ওই সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছিলেন পৌরসভার মেয়র মুজিবুর রহমান। এ ছাড়া সহসভাপতি পদে মোহাম্মদ নজিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে উজ্জল কর নির্বাচিত হন।
তিন বছর পর ২০১৬ সালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন মেয়র মুজিবুর রহমান। এরপর থেকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ নজিবুল ইসলাম।
পৌরসভার ১২টি ওয়ার্ডের ২৯২ জন কাউন্সিলর তাদের পছন্দের নেতা নির্বাচন করবেন। কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের মিলনায়তনে সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি থাকবেন আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা ও উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন। সম্মেলন উদ্বোধন করবেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী ও প্রধান বক্তা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদ মুজিবুর রহমান।
কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভপতি ফরিদুল ইসলাম চৌধুরী বলেন, গত ৯ মার্চ জেলা আওয়ামী লীগের তৃণমূলের প্রতিনিধি সভায় কক্সবাজার পৌরসভাসহ ১০ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির সম্মেলন শেষ করার সিদ্ধান্ত হয়েছে। এরপর আগামী জুন মাসে জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, কক্সবাজার পৌর আওয়ামী লীগ অত্যন্ত সুশৃঙ্খল। তারা ঘোষণা অনুযায়ী সম্মেলন করার প্রস্তুতি সম্পন্ন করতে পেরেছে।
সম্মেলনে সভাপতি পদে মোহাম্মদ নজিবুল ইসলাম ও সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল এবং সাধারণ সম্পাদক পদে উজ্জল কর ও পৌর কাউন্সিলর সালাহউদ্দিন সেতু প্রার্থী হয়েছেন।
পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘তৃণমূল সভার ঘোষণা অনুয়ায়ী সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে ২৯২ জন কাউন্সিলরের তালিকা দলীয় কার্যালয়ে টাঙানো হয়েছে।’ কাউন্সিলর তালিকায় কোনো মাদক ব্যবসায়ী ও মানবপাচারে জড়িত ব্যক্তির নাম নেই বলে জানান তিনি।
জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘পৌর আওয়ামী লীগের সম্মেলন ও কাউন্সিলকে ঘিরে দলের নেতা–কর্মীদের মধ্যে উৎসব শুরু হয়েছে।
প্রায় ৯ বছর পর আজ বৃহস্পতিবার কক্সবাজার পৌরসভা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। দীর্ঘদিন পর জেলার রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ আওয়ামী লীগের এই সম্মেলন নিয়ে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। দুই দিন ধরে সম্মেলনকে ঘিরে পর্যটন শহরে উৎসবের আমেজ বিরাজ করছে।
দলীয় নেতারা জানান, সর্বশেষ ২০১৩ সালের ৩০ জানুয়ারি কক্সবাজার পৌর আওয়ামী লীগের সম্মেলন হয়েছিল। ওই সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছিলেন পৌরসভার মেয়র মুজিবুর রহমান। এ ছাড়া সহসভাপতি পদে মোহাম্মদ নজিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে উজ্জল কর নির্বাচিত হন।
তিন বছর পর ২০১৬ সালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন মেয়র মুজিবুর রহমান। এরপর থেকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ নজিবুল ইসলাম।
পৌরসভার ১২টি ওয়ার্ডের ২৯২ জন কাউন্সিলর তাদের পছন্দের নেতা নির্বাচন করবেন। কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের মিলনায়তনে সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি থাকবেন আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা ও উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন। সম্মেলন উদ্বোধন করবেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী ও প্রধান বক্তা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদ মুজিবুর রহমান।
কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভপতি ফরিদুল ইসলাম চৌধুরী বলেন, গত ৯ মার্চ জেলা আওয়ামী লীগের তৃণমূলের প্রতিনিধি সভায় কক্সবাজার পৌরসভাসহ ১০ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির সম্মেলন শেষ করার সিদ্ধান্ত হয়েছে। এরপর আগামী জুন মাসে জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, কক্সবাজার পৌর আওয়ামী লীগ অত্যন্ত সুশৃঙ্খল। তারা ঘোষণা অনুযায়ী সম্মেলন করার প্রস্তুতি সম্পন্ন করতে পেরেছে।
সম্মেলনে সভাপতি পদে মোহাম্মদ নজিবুল ইসলাম ও সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল এবং সাধারণ সম্পাদক পদে উজ্জল কর ও পৌর কাউন্সিলর সালাহউদ্দিন সেতু প্রার্থী হয়েছেন।
পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘তৃণমূল সভার ঘোষণা অনুয়ায়ী সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে ২৯২ জন কাউন্সিলরের তালিকা দলীয় কার্যালয়ে টাঙানো হয়েছে।’ কাউন্সিলর তালিকায় কোনো মাদক ব্যবসায়ী ও মানবপাচারে জড়িত ব্যক্তির নাম নেই বলে জানান তিনি।
জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘পৌর আওয়ামী লীগের সম্মেলন ও কাউন্সিলকে ঘিরে দলের নেতা–কর্মীদের মধ্যে উৎসব শুরু হয়েছে।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৪ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৪ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৪ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫