Ajker Patrika

নারীর ক্ষমতায়নের দৃষ্টান্ত নারীদের জন্য অনুপ্রেরণা

আশিস রহমান, দোয়ারাবাজার (সুনামগঞ্জ)
আপডেট : ০৮ মার্চ ২০২২, ১৩: ৩৮
নারীর ক্ষমতায়নের দৃষ্টান্ত নারীদের জন্য অনুপ্রেরণা

ঘরে-বাইরে সর্বত্র নারীরাও পুরুষের মতো সমানতালে কাজ করছেন। শিক্ষা, দক্ষতা কিংবা সাফল্যে নারীরা এখন এগিয়ে। বর্তমানে শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও নারীর ক্ষমতায়ন হচ্ছে। নারী ক্ষমতায়নের এক অনন্য দৃষ্টান্ত সুনামগঞ্জের দোয়ারাবাজারের সুরমা ইউনিয়নের প্রাচীনতম বিদ্যাপীঠ টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এই শিক্ষাপ্রতিষ্ঠানের সকল শিক্ষক নারী। একটানা ২২ বছর ধরে এই প্রতিষ্ঠানটি শুধু নারীরাই পরিচালনা করে আসছে।

টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৬৩ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে প্রায় চার শতাধিক শিক্ষার্থী এখানে পড়ছে। প্রতিষ্ঠানটিতে প্রধান শিক্ষকসহ সাত শিক্ষক রয়েছেন। তাঁরা সবাই নারী।

এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহা মাহমুদ ২০০০ সালে যোগদান করেন। সে সময় থেকে এখন পর্যন্ত টানা ২২ বছর ধরে তিনি এ প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষকের দায়িত্বে আছেন। তাঁর পাশাপাশি ওই সময় থেকে এখন পর্যন্ত অন্যান্য সকল শিক্ষকেরাও নারী। নারীরাই এই প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছেন।

স্থানীয় অভিভাবকেরা জানান, সাফল্যের দিক দিয়ে টেংরা মাধ্যমিক বিদ্যালয় উপজেলার মধ্যে শীর্ষ স্থানে রয়েছে। এখানে বেশ যত্ন সহকারে পাঠদান করা হয়। পাঠ দানের পাশাপাশি খেলাধুলা, বিনোদন, স্কাউট, সাংস্কৃতিক কার্যক্রম ও শরীরচর্চার শিক্ষা দেওয়া হয়।

প্রধান শিক্ষক সালেহা মাহমুদ বলেন, ‘নারী সহকর্মী নিয়ে প্রায় দুই যুগ ধরে এই প্রতিষ্ঠানে কাজ করছি। পাঠদান, প্রতিষ্ঠান পরিচালনায় আমাদের কোনো সমস্যা হচ্ছে না। আমরা স্বাচ্ছন্দ্যে কাজ করছি। প্রতিবছর পিএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করছে।’

উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সহসভাপতি আনোয়ার হোসেন বলেন, ‘এ বিদ্যালয়টি নারী ক্ষমতায়নের এক অনন্য দৃষ্টান্ত। এটি আমাদের নারীদের জন্য প্রেরণা।’

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পঞ্চানন কুমার সানা বলেন, এ বিদ্যালয়ের পড়াশোনার পরিবেশ এবং পরীক্ষার ফলাফল অনেক ভালো। সাফল্যের দিক দিয়েও এই প্রতিষ্ঠানটি প্রশংসার দাবিদার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত