Ajker Patrika

দুই অটোরিকশার সংঘর্ষ, নিহত ১

হিজলা ও মুলাদী প্রতিনিধি
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১১: ২৯
দুই অটোরিকশার সংঘর্ষ, নিহত ১

হিজলায় দুই অটোরিকশার সংঘর্ষে আলী আহম্মেদ খান (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত বুধবার রাত সাড়ে ৭টার দিকে হিজলার বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এই ঘটনার পরপরই পুলিশ অটোরিকশা দুটিকে জব্দ করেছে। বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে খুন্না বাজার এলাকার বাসিন্দা অটোরিকশা চালক আবুল হোসেনকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার আলী আহম্মেদ খানের লাশ মর্গে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী অটোরিকশা চালক বিল্লাল হোসেন জানান, বুধবার সন্ধ্যার পরে আলী আহম্মেদ খান গুয়াবাড়িয়া থেকে অটোরিকশা মুলাদী ওয়াজ শোনার জন্য যাচ্ছিলেন। অটোরিকশাটি বাংলাবাজার এলাকায় লালচান মজুমদারের বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিকে আসা দ্রুত গতির একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে যাত্রী আলী আহম্মেদ খান মারাত্মক আহত হন এবং অন্যরা ছিটকে রাস্তায় পড়ে যান।

পথচারীরা আলী আহম্মেদ খানকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে ভর্তি করেন। রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আলী আহম্মেদ খান উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের চরনরসিংহপুর গ্রামের আবদুল মজিদ খানের ছেলে।

মুলাদী হাসপাতালের চিকিৎসক অশোক সেন জানান, দুর্ঘটনায় আলী আহম্মেদ খানের হাঁটুর বাটি বিচ্ছিন্ন হয়ে যায়। এ ছাড়া মাথা ও মুখমণ্ডলে প্রচণ্ড আঘাত লাগে। অতিরিক্ত রক্তক্ষরণ ও মাথার আঘাতে তাঁর মৃত্যু হয়েছে।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাকসুদুর রহমান বলেন, পুলিশ হাসপাতালে তদন্ত করেছে। তবে ঘটনাটি হিজলা থানার আওতায় হওয়ায় লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

হিজলার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইউনুছ মিয়া জানান, বেপরোয়া অটোরিকশা চালানোয় দুর্ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অটোরিকশা দুটিকে জব্দ এবং একজন চালককে আটক করা হয়েছে। আরেকজন চালকের খোঁজ করা হচ্ছে। লাশ মর্গে পাঠানো হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত