Ajker Patrika

ভিটামিন এ টিকা পাবে ৮ লাখ ৬০ হাজার শিশু

নরসিংদী ও কিশোরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১১: ৪৫
ভিটামিন এ  টিকা পাবে  ৮  লাখ ৬০ হাজার শিশু

নরসিংদী ও কিশোরগঞ্জে ৮ লাখ ৬০ হাজার ৩১৫ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে

নরসিংদীতে ৩ লাখ ৬৩ হাজার ৩৮৫ ও কিশোরগঞ্জে ৪ লাখ ৯৬ হাজার ৯৩০ শিশু রয়েছে। গতকাল বুধবার সকালে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সমন্বয়ে আয়োজিত ওরিয়েন্টেশন কর্মশালায় এসব তথ্য জানান দুই জেলার সিভিল সার্জন।

নরসিংদীর সিভিল সার্জন মো. নূরুল ইসলাম জানান, আগামী ১১ ডিসেম্বর থেকে ৪ দিনব্যাপী অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। নরসিংদী জেলায় স্থায়ী ও অস্থায়ীসহ মোট ১ হাজার ৮১৮টি কেন্দ্রের মাধ্যমে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৩৭ হাজার ৪০১ জন শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সের ৩ লাখ ২৫ হাজার ৯৮৫ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

কিশোরগঞ্জের সিভিল সার্জন মুজিবুর রহমান আগামী ১১ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত ৪ দিন এ প্লাস ক্যাম্পেইন চলবে। সেখানে ৬ থেকে ১১ মাস এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সের দুটি ক্যাটাগরিতে মোট ৪ লাখ ৯৬ হাজার ৯৩০ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত