Ajker Patrika

পুলিশের ওপর হামলা আরও ৫জন গ্রেপ্তার

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১১: ৪৮
পুলিশের ওপর হামলা আরও ৫জন গ্রেপ্তার

কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের ওপর হামলার ঘটনায় আরও ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে পুলিশ এই ৫ জনকে গ্রেপ্তার করে। গতকাল বুধবার সকালে তাঁদের আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়। তাঁদের মধ্যে রানা ও আকবর আলী এজাহারভুক্ত আসামি। বাকি ৩ জনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন, মোস্তাকীন, রিপন ও নমীন। রিপনের বাড়ি শহরের ঘোড়াকান্দা এলাকায় এবং বাকিদের বাড়ি ভৈরবপুর দক্ষিণপাড়া মহল্লায়। এ নিয়ে পুলিশের দায়ের করা মামলায় ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার রাতে পুলিশ পরোয়ানা ভুক্ত আসামি রাসেলকে গ্রেপ্তার করার সময় অন্য মাদক ব্যবসায়ীরা তাঁকে ছিনিয়ে নেয়। এ সময় দুজন পুলিশ সদস্যকে ছুরিকাঘাতে আহত হন। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ ৩১ জনের বিরুদ্ধে থানায় মামলা করে।

এ প্রসঙ্গে মামলার তদন্ত কর্মকর্তা সাইফুল ইসলাম শ্যামল বলেন, গত মঙ্গলবার রাতে ৫ জনকে এবং আগের দিন দুই জনসহ মোট ৭ জনকে পুলিশকে গ্রেপ্তার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

বিড়াল নির্যাতনের ঘটনায় গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মা কেন আলোচনায়

বাগ্‌বিতণ্ডার মধ্যে সাম্যকে ইট ও ধারালো অস্ত্রের আঘাত করা হয়: ডিএমপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত