Ajker Patrika

পুলিশের ওপর হামলা আরও ৫জন গ্রেপ্তার

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১১: ৪৮
পুলিশের ওপর হামলা আরও ৫জন গ্রেপ্তার

কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের ওপর হামলার ঘটনায় আরও ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে পুলিশ এই ৫ জনকে গ্রেপ্তার করে। গতকাল বুধবার সকালে তাঁদের আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়। তাঁদের মধ্যে রানা ও আকবর আলী এজাহারভুক্ত আসামি। বাকি ৩ জনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন, মোস্তাকীন, রিপন ও নমীন। রিপনের বাড়ি শহরের ঘোড়াকান্দা এলাকায় এবং বাকিদের বাড়ি ভৈরবপুর দক্ষিণপাড়া মহল্লায়। এ নিয়ে পুলিশের দায়ের করা মামলায় ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার রাতে পুলিশ পরোয়ানা ভুক্ত আসামি রাসেলকে গ্রেপ্তার করার সময় অন্য মাদক ব্যবসায়ীরা তাঁকে ছিনিয়ে নেয়। এ সময় দুজন পুলিশ সদস্যকে ছুরিকাঘাতে আহত হন। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ ৩১ জনের বিরুদ্ধে থানায় মামলা করে।

এ প্রসঙ্গে মামলার তদন্ত কর্মকর্তা সাইফুল ইসলাম শ্যামল বলেন, গত মঙ্গলবার রাতে ৫ জনকে এবং আগের দিন দুই জনসহ মোট ৭ জনকে পুলিশকে গ্রেপ্তার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত