Ajker Patrika

বাগেরহাটে পথ নাটক প্রদর্শন

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১৬: ৩৯
বাগেরহাটে পথ নাটক প্রদর্শন

বাগেরহাটে ইউনিয়ন পরিষদের সেবাপ্রাপ্তি সম্পর্কে জনগণকে সচেতন করতে ‘জনসেবার বাদ্য বাজেরে’ নামক পথনাটক প্রদর্শন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদ মাঠে বাঁধন মানব উন্নয়ন সংস্থার ইয়ুথ গ্রুপ এ্যাক্টিভিস্তা বাগেরহাটের সদস্যরা এই নাটক প্রদর্শন করেন।

গ্লোবাল প্ল্যাটফর্ম ও অ্যাকশন এইডের সহযোগিতায় প্রদর্শিত এই নাটকে ইউনিয়ন পরিষদ থেকে দেওয়া সেবাসমূহ ও সেবা পাওয়ার প্রক্রিয়া উপস্থাপন করা হয়। কোনো ধরনের অনৈতিক লেনদেন ছাড়া কীভাবে নাগরিকেরা সব সেবা পেতে পারে সে বিষয়ে বিস্তারিত জানানো হয় এই নাটকে।

উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের কয়েক শ মানুষ এই নাটক উপভোগ করেন। এ ছাড়াও ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের সদস্য, সচিব ও গ্রামপুলিশেরা নাটক প্রদর্শনের সময় উপস্থিত ছিলেন।

নাটক শেষে যুবকদের উৎসাহ দিয়ে বক্তব্য দেন ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চু, বাঁধন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মঞ্জুরুল আহসান মিলন, কো-অর্ডিনেটর মুশফিকুল ইসলাম ঋতু, সোহাগ হাওলাদার প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত