Ajker Patrika

তারাকান্দায় ভাঙাচোরা সড়কে ভোগান্তি

তারাকান্দা প্রতিনিধি
আপডেট : ৩১ জানুয়ারি ২০২২, ১১: ১১
তারাকান্দায় ভাঙাচোরা সড়কে ভোগান্তি

তারাকান্দা-দাদরা বাজার সড়কের প্রায় আট কিলোমিটার ভেঙে বেহাল হয়ে পড়েছে। সড়কের পিচ ও খোয়া উঠে গিয়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে যানবাহন ও পথচারীদের। এ সড়ক মরণফাঁদে পরিণত হয়েছে।

উপজেলার বালিখাঁ, কাকনী ইউনিয়নের অন্তত ৩০টি গ্রাম এবং ফুলপুর উপজেলার ১০টি গ্রামের অর্ধলক্ষাধিক মানুষ এ সড়ক দিয়ে যাতায়াত করে। বিকল্প না থাকায় বাধ্য হয়ে এ সড়ক দিয়েই চলাচল করতে হয় তাঁদের। বেহাল সড়কের কারণে দুর্ভোগও পোহাতে হয়।

তারাকান্দা বাজারের ব্যবসায়ী রুবেল মিয়া বলেন, সড়কটি দিয়ে বিভিন্ন হাটের ব্যবসায়ীরা পণ্য আনা-নেওয়া করেন। কিন্তু সড়কটি বেহাল হওয়ায় ব্যবসায়ীদের পাশাপাশি চালকদেরও ভোগান্তিতে পড়তে হচ্ছে।

অটোরিকশাচালক রমজান আলী বলেন, সড়কে অটো চালাতে দুর্ভোগে পড়তে হয়। বিভিন্ন স্থানে বড় বড় গর্ত রয়েছে। গর্তের কাছে গেলেই মনে হয়, কখন যেন অটো উল্টে যাবে।

ভ্যানচালক হোসেন আলী বলেন, এ সড়কেই ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করি। এখন সড়কের যে অবস্থা হয়েছে তাতে ভ্যান চালানো কঠিন হয়ে পড়ছে। সড়কটি দিয়ে চলাচলে দুর্ভোগ দিন দিন বাড়ছে। ফলে এ পথে চলতে এখন ভয় হয়।

ওই সড়কের পাশেই রয়েছে প্রগ্রেসিভ মডেল স্কুল। প্রতিষ্ঠানের পরিচালক মো. সালাউদ্দিন সোহান বলেন, দীর্ঘদিন ধরে এ সড়কের উন্নয়ন হয়নি। খারাপ সড়কের কারণে যানবাহনের ভাড়া বেশি দিতে হচ্ছে। যাতায়াতে অতিরিক্ত সময়ও নষ্ট হচ্ছে, কষ্টও দিন দিন বাড়ছে। অনেক সময় শ্রেণিকক্ষে সময়মতো উপস্থিত হতে পারে না ছাত্র-ছাত্রীরা।

ওই বিদ্যালয়ের শিক্ষার্থী ফরহাদ, রামিম, আইনুল হক, রুপা, মনি ও মাহমুদা বলে, গাড়িতে উঠেই ভয়ে থাকি, কখন উল্টে যায়। এভাবে পথ চলতে সময় ও কষ্ট দুটোই বেশি লাগে।

কাকনী ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার বলেন, এ সড়কে চলতে গিয়ে অনেকেই যন্ত্রণায় পড়েন বলে জানিয়েছেন। সড়ক মেরামতের বিষয়ে আগামী সমন্বয় কমিটির সভায় তা উত্থাপন করা হবে।

উপজেলা উপসহকারী প্রকৌশলী মো. শেরেকুল ইসলাম বলেন, ভাঙা সড়কটি সংস্কারের জন্য একটি প্রকল্প প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে সংস্কার করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত