Ajker Patrika

১৬ ইউপিতে প্রার্থী ঘোষণা আ.লীগের

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি  
আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১৪: ৪৬
১৬ ইউপিতে প্রার্থী ঘোষণা আ.লীগের

সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের জন্য সাতকানিয়ায় চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় তাঁদের নাম ঘোষণা করা হয়। গণভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল শুক্রবার দুপুরে দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। সাতকানিয়া উপজেলার ১৬ ইউপিতে দলীয় প্রার্থী মনোনয়ন চূড়ান্তের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানও। আগামী ৭ ফেব্রুয়ারি এই ১৬ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রার্থীদের মধ্যে ৯ জন বর্তমান চেয়ারম্যান। এ ছাড়া আগের নির্বাচনে পরাজিত ২ জন রয়েছেন। মনোনয়নপ্রাপ্তরা হলেন পুরাগড়ে আ ফ ম মাহবুবুল হক সিকদার, খাগরিয়ায় আকতার হোসেন, ঢেমশায় মো. রিদুয়ান উদ্দিন, মাদার্শায় আবু নঈম মোহাম্মদ সেলিম, কাঞ্চনায় রমজান আলী, ছদাহায় মোসাদ হোসাইন চৌধুরী, পশ্চিম ঢেমশায় আবু তাহের জিন্নাহ, বাজালিয়ায় তাপস কান্তি দত্ত ও কালিয়াইশে হাফেজ আহমদ, আমিলাইষে মো. সারওয়ার উদ্দিন চৌধুরী, কেঁওচিয়ায় ওচমান আলী, ধর্মপুরে নাছির উদ্দিন টিপু, সাতকানিয়া সদরে মো. সেলিম উদ্দিন, নলুয়ায় মো. লেয়াকত আলী, চরতিতে মো. রুহুল্লাহ চৌধুরী ও সোনাকানিয়ায় মো. জসিম উদ্দিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত