Ajker Patrika

মনোনয়নপত্র জমা দিলেন ৪৫৩ জন

বেলাব (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১২: ৪২
মনোনয়নপত্র জমা দিলেন ৪৫৩ জন

নরসিংদীর বেলাব উপজেলার ৮ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট গ্রহণ হবে আগামী ৫ জানুয়ারি। গত বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। উপজেলা নির্বাচন সূত্রে জানা গেছে, চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে মোট ৪৫৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৬৯ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৯১ জন ও সাধারণ সদস্য পদে ২৯৩ জন রয়েছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা শেখ মোহাম্মদ আদিল বলেন, মনোনয়নপত্র দাখিলের শেষদিন ৪৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তবে ১২ ডিসেম্বর তারিখ প্রার্থিতা যাচাই-বাছাই হবে, এর পর প্রার্থীদের প্রকৃত সংখ্যা জানা যাবে। তা ছাড়া নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতি রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত