Ajker Patrika

ছাত্রদল কর্মী অনিকের মৃত্যুতে আদালতে মামলার আবেদন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
ছাত্রদল কর্মী অনিকের মৃত্যুতে আদালতে মামলার আবেদন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রদলের মশাল মিছিলে হামলা ও ধাওয়ায় অনিকের (১৮) মৃত্যুর ঘটনাকে হত্যাকাণ্ড উল্লেখ করে আদালতে মামলার আবেদন করেছেন তাঁর বাবা আমির হোসেন। এতে অভিযুক্ত হিসেবে স্থানীয় ১৪ জন আওয়ামী লীগ নেতার নাম উল্লেখ করা হয়েছে। গতকাল মঙ্গলবার নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ৩ নম্বর আমলি আদালতে ওই আবেদন করেন অনিকের বাবা।

এ সময় আদালতের বিচারক কাউসার আলম আবেদন গ্রহণ করে আগামী তিন কার্যদিবসের মধ্যে এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে কী আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানতে চেয়ে রূপগঞ্জ থানা-পুলিশকে তলব করেন। একই সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ থেকে অনিকের পোস্টমর্টেম রিপোর্ট আদালতে হাজির করার আদেশ দেন বিচারক।

আবেদনে অভিযুক্ত ব্যক্তিরা হলেন আওয়ামী লীগ নেতা বাবু ওরফে কালাই বাবু (৩৫), ভূলতা ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশেদ ভূইয়া (৪৩), সাধারণ সম্পাদক ইকবাল শিকদার (৪২), রাসেল (৩০), শাহীন মিয়া (৪০), জাহাঙ্গীর মোল্লা (৩০), ওবায়দুর (৩০), আলাউদ্দিন (৪৫), মিজান (৪৫), রাজীব (২৬), রানা (২৩), রিফাত (২৭), ইমরান (৩২) ও শাহ আলম (৪২)।

বাদীপক্ষের আইনজীবী ও মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান বলেন, অনিক রূপগঞ্জের একটি ব্যাংকের সিকিউরিটি গার্ডের কাজ করতেন এবং ওয়ার্ড ছাত্রদলের সহসভাপতি ছিলেন। ৩ নভেম্বর রূপগঞ্জে একটি মশাল মিছিলে তিনি অংশগ্রহণ করেন। সেখানে ছাত্রলীগ, যুবলীগের নেতা-কর্মীরা হামলা ও কর্মীদের মারধর করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত