Ajker Patrika

নামের মিলে মুক্তিযোদ্ধা সেজে ভাতা উত্তোলন

গৌরনদী প্রতিনিধি
আপডেট : ২২ অক্টোবর ২০২১, ০৯: ৫৬
নামের মিলে মুক্তিযোদ্ধা সেজে ভাতা উত্তোলন

নামের মিল থাকায় মুক্তিযোদ্ধার মৃত্যুর পর সমাজসেবা অফিসের অফিস সহকারীর যোগসাজশে অবসরপ্রাপ্ত এক শিক্ষকের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা সেজে ভাতার টাকা তোলার অভিযোগ পাওয়া গেছে।

গৌরনদী উপজেলার সরিকল গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল ইসলামের পুত্র মো. নাছির বলেন, ‘আমার বাবা নুরুল ইসলাম ২০০৪ সালে উপজেলা ভিত্তিক মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই সভায় চূড়ান্তভাবে তালিকাভুক্ত হন। সোনালী ব্যাংক গৌরনদী শাখায় সঞ্চয়ী হিসাবের মাধ্যমে মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা উত্তোলন করে আসছিলেন তিনি। ২০০৫ সালে মুক্তিযোদ্ধা গেজেট প্রকাশ হলে তাঁর পিতার নাম মৃত আমজেদ আলী হাওলাদারের স্থানে ভুলে মৃত মোসলেম উদ্দিন ছাপা হয়। ২০২০ সালের ৮ আগস্ট বাবা মারা যাওয়ার পর ২৪ আগস্ট মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পেতে উপজেলা সমাজসেবা অফিসে কাগজপত্র জমা দিই। পরবর্তীতে বাবার ভাতার টাকা আমার সঞ্চয়ী হিসাবের মাধ্যমে উত্তোলন করে আসছিলাম।’

নাছির জানান, কিছুদিন পর সরিকল নিজামউদ্দিন কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক ও মুলাদী উপজেলার গাছুয়া এলাকার বাসিন্দা নুরুল ইসলাম তাঁর বাবার গেজেট নম্বর দিয়ে নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করেন। উপজেলা সমাজসেবা কার্যালয়ের অফিস সহকারী নুরুজ্জামানের যোগসাজশে ইতিমধ্যে ওই ব্যক্তি তাঁর বাবার আট মাসের মুক্তিযোদ্ধা ভাতা তুলেছেন। সমাধানের জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রী বরাবরে আবেদন করলে তিনি তদন্ত করে রিপোর্ট দিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন।

প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের সহযোদ্ধা হেমায়েত উদ্দিন, আবুল কাসেম ও মতিউর রহমান জানান, নুরুল ইসলাম একজন প্রকৃত ভাতাভোগী মুক্তিযোদ্ধা। শুধু নামের মিল ও এমআইএস ফরমে ভুল থাকায় মুলাদীর অন্য একজন নুরুল ইসলাম নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করে সরিকলের নুরুল ইসলামের ভাতা নিয়ে তাঁর পরিবারকে হয়রানি করছে।

সরিকল ইউনিয়নের চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লা বলেন, নাছিরের পিতা নুরুল ইসলাম একজন মুক্তিযোদ্ধা ছিলেন। প্রতারণার কারণে ভাতা বন্ধ থাকায় পরিবারটি সংকটে আছে।

এদিকে সব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত নুরুল ইসলাম নিজেকে প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করেন।

গৌরনদী উপজেলা সমাজসেবা কার্যালয়ের অফিস সহকারী নুরুজ্জামানও তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন।

গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাস বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে। কাগজপত্র যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত