Ajker Patrika

আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ১৬: ৫৪
আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার

জয়পুরহাটের কালাইয়ে আন্তজেলা ডাকাতদলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার সন্ধ্যায় উপজেলার বানদিঘী গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। ওই দিন রাতেই তাঁদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করা হয়।

গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন উপজেলার বানদিঘী গ্রামের মাহাবুব মণ্ডল, কালাই থানাপাড়ার বজলার রহমান বুলেট, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার আয়ভাঙ্গী গ্রামের সাদ্দাম হোসেন।

পুলিশ জানায় , উপজেলার মাত্রাই ইউনিয়নের বানদিঘী গ্রামে ডাকাতির পরিকল্পনার জন্য আন্তজেলা ডাকাতেরা একত্র হচ্ছেন, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালান কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক। এ সময় ওই গ্রামের মাহবুবের বাড়ি ঘেরাও করে ডাকাতদলের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।

ঘটনাস্থল থেকে শটগানের ২টি গুলি, ৪৪০টি ইয়াবা বড়ি, ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

ওসি সেলিম মালিক জানান, আসামিরা আন্তজেলা ডাকাতদলের সদস্য। তাঁদের মধ্যে মাহাবুবের বিরুদ্ধে ১১টি ও বজলারের বুলেটের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে। তিনজনের বিরুদ্ধে থানায় পৃথক তিনটি মামলা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত