Ajker Patrika

সেতুর সংযোগ সড়কে ধস, ঝুঁকি নিয়ে যান চলাচল

বেতাগী (বরগুনা) প্রতিনিধি
সেতুর সংযোগ সড়কে ধস, ঝুঁকি নিয়ে যান চলাচল

বরগুনার বেতাগী উপজেলার ঝোপখালী সেতুর সংযোগ (অ্যাপ্রোচ) সড়কের একাংশ ধসে পড়েছে। প্রায় দুই মাস আগে বরগুনা-বেতাগী-বাকেরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সেতুটির একাংশ ধসে পড়লেও গতকাল শনিবার পর্যন্ত মেরামত করা হয়নি। ফলে এ রুটে যাতায়াতকারী পরিবহন চালক ও যাত্রীরা ঝুঁকি নিয়ে চলাচল করছেন। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা এড়াতে সংযোগ সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছে এলাকাবাসী। 

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ২০১৭-১৮ অর্থবছরে উপজেলার সদর ইউনিয়নের ঝোপখালী এলাকায় বেড়েরধন খালের ওপর পুরাতন লোহার ব্রিজ ভেঙে গার্ডার সেতু নির্মাণ করা হয়। সেতু নির্মাণের দুই বছর পর এর দুই পাশের সংযোগ সড়ক নির্মাণ করা হয়।

সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, সেতুর দক্ষিণ পাশের সংযোগ সড়ক দেবে ধসে পড়েছে। এ ছাড়া সেতুর সংযোগ সড়ক বাঁধাই করা ব্লক সরে গেছে। গোলপোস্টগুলোও ভেঙে ছিন্নভিন্ন হয়ে গেছে। বিভিন্ন যানবাহনের চালকেরা ঝুঁকি নিয়ে ধসে পড়া এই অংশটুকু সাবধানে পার হচ্ছেন।

এ রুটের নিয়মিত যাত্রী বিবিচিনি স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক আবুল বাসার বলেন, ‘বরগুনা-বেতাগী-বাকেরগঞ্জ আঞ্চলিক সড়কের এ রুটে বর্তমানে লোকাল ও দূরপাল্লার বাস, ট্রাক ঝুঁকি নিয়ে চলাচল করছে। যেকোনো সময় সেতুর ঢাল ভেঙে যাত্রীসহ খালে পড়ে বড় ধরনের দুর্ঘটনার শিকার হতে পারে। তাই বড় ধরনের বিপদ এড়ানোর জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।’

জানতে চাইলে উপজেলা প্রকৌশলী শেখ তৌফিক আজিজ বলেন, ‘সেতুর দেবে ও ভেঙে যাওয়া অ্যাপ্রোচের অংশ পরিদর্শন করে এসেছি। ইতিমধ্যে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের জন্য বরগুনা নির্বাহী প্রকৌশলীকে লিখিতভাবে অবহিত করা হয়েছে।’

এ বিষয়ে ইউএনও মো. ফারুক আহমদ বলেন, ‘বিষয়টি আরও আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অ্যাপ্রোচে ধসের কারণে এ রুটের মানুষের যাতায়াত যাতে বন্ধ না হয়, সে জন্য সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত