Ajker Patrika

বাংলাদেশে অনুপ্রবেশে গ্রেপ্তার ৩

শাহীন রহমান, পাবনা
আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১৩: ০৩
বাংলাদেশে অনুপ্রবেশে গ্রেপ্তার ৩

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অপরাধে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বিজিবি। গতকাল সোমবার সকালে মহেশপুর সীমান্তের পার-গোপালপুর গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন যশোর জেলার দিঘিরপাড় গ্রামের আজগর আলী (৪৫), আজগর আলীর ছেলে জসিম মিয়া (২৩) ও একই জেলার বহিলাপোতা গ্রামের মোহাম্মাদ আলী (২৪)।

বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল সকালে বিজিবির সদস্যরা জানতে পারেন মহেশপুর সীমান্তের যাদবপুর বিওপি এলাকা দিয়ে কয়েকজন ব্যক্তি ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করছেন। এই তথ্যের ভিত্তিতে সকালে অভিযান চালিয়ে উপজেলার পার-গোপালপুর গ্রামের একটি মেহগনি বাগান থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

খালিশপুর ৫৮-বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, গ্রেপ্তারের পর বিজিবি তাদের বিরুদ্ধে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশ প্রবেশ করার অপরাধে মামলা করেছে। মামলাশেষে তাঁদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত