আগৈলঝাড়া প্রতিনিধি
বিজয় দিবসকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লা, স্কুল-কলেজ ও হাট-বাজার থেকে শুরু করে গ্রামের অলিগলিতে বিক্রি হচ্ছে জাতীয় পতাকা। মৌসুমি পতাকা বিক্রেতারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন জাতীয় পতাকা বিক্রিতে।
গতকাল সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের প্রধান ফটকে দেখা তেমনি এক পতাকা বিক্রিতার সঙ্গে। কথা হলে জানালেন তাঁর নাম গোলাম মাওলা। মাদারীপুর জেলার শিবচর উপজেলা থেকে এসেছেন। ৫ বছর যাবৎ বিজয়ের মাস এলেই বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে পতাকা বিক্রি করেন। প্রতিদিন ৭০০-৮০০ টাকা আয় হয় পতাকা বিক্রি করে। বিজয়ের মাসেই পতাকা কিনতে আগ্রহী হয়ে উঠে মানুষ।
পতাকা কিনতে আসা কাওছার আকন, তন্ময় তালুকদার, চিত্ত ঘরামী বলেন, বিজয়ের মাস তাই পতাকা কিনছি।
জাতীয় পতাকা ক্রেতা কলেজ শিক্ষার্থী হিমেল তালুকদার বলল, স্বাধীনতা যুদ্ধে শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানাতে জাতীয় পতাকা কিনলাম।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক সরদার বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে আমরা মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে এই লাল-সবুজের বাংলাদেশ পেয়েছি। শুধু ১৬ ডিসেম্বর এলে বিজয়কে মনে রাখব, সেটা যেন না হয়।’
উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে আমরা মহান স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়ে এই লাল-সবুজের স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এই পতাকাকে যেন অবমাননা করা না হয়, খেয়াল রাখার জন্য সবার প্রতি অনুরোধ করছি।’
বিজয় দিবসকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লা, স্কুল-কলেজ ও হাট-বাজার থেকে শুরু করে গ্রামের অলিগলিতে বিক্রি হচ্ছে জাতীয় পতাকা। মৌসুমি পতাকা বিক্রেতারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন জাতীয় পতাকা বিক্রিতে।
গতকাল সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের প্রধান ফটকে দেখা তেমনি এক পতাকা বিক্রিতার সঙ্গে। কথা হলে জানালেন তাঁর নাম গোলাম মাওলা। মাদারীপুর জেলার শিবচর উপজেলা থেকে এসেছেন। ৫ বছর যাবৎ বিজয়ের মাস এলেই বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে পতাকা বিক্রি করেন। প্রতিদিন ৭০০-৮০০ টাকা আয় হয় পতাকা বিক্রি করে। বিজয়ের মাসেই পতাকা কিনতে আগ্রহী হয়ে উঠে মানুষ।
পতাকা কিনতে আসা কাওছার আকন, তন্ময় তালুকদার, চিত্ত ঘরামী বলেন, বিজয়ের মাস তাই পতাকা কিনছি।
জাতীয় পতাকা ক্রেতা কলেজ শিক্ষার্থী হিমেল তালুকদার বলল, স্বাধীনতা যুদ্ধে শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানাতে জাতীয় পতাকা কিনলাম।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক সরদার বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে আমরা মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে এই লাল-সবুজের বাংলাদেশ পেয়েছি। শুধু ১৬ ডিসেম্বর এলে বিজয়কে মনে রাখব, সেটা যেন না হয়।’
উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে আমরা মহান স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়ে এই লাল-সবুজের স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এই পতাকাকে যেন অবমাননা করা না হয়, খেয়াল রাখার জন্য সবার প্রতি অনুরোধ করছি।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫