Ajker Patrika

প্রথম দিনে অনুপস্থিত ৫৬৫ জন

দিনাজপুর প্রতিনিধি
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৩: ৪৬
প্রথম দিনে অনুপস্থিত ৫৬৫ জন

সারা দেশে গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের আটটি জেলার ৬৭০টি কলেজের প্রায় এক লাখ ১৫ হাজার পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। মোট ২০৩টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের পরীক্ষা শাখার কর্মকর্তারা জানান, প্রথম দিনে পদার্থ বিজ্ঞান ১ম পত্র ও লঘু সংগীত ১ম পত্রের পরীক্ষায় মোট শিক্ষার্থী ২৫ হাজার ২১৯ জন। উপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ২৪ হাজার ৬৫৪ জন। অনুপস্থিত ছিল ৫৬৫ জন। প্রথম দিনে গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলায় অসদুপায় অবলম্বনের অভিযোগে দুইজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। এ ছাড়া আট জেলায় সব কটি কেন্দ্রে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়ে বলে জানা গেছে।

এদিকে, প্রথম দিনের পরীক্ষায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের নবনিযুক্ত চেয়ারম্যান প্রফেসর মো. কামরুল ইসলাম দিনাজপুর মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত