Ajker Patrika

১৬ ইউপিতে আওয়ামী লীগের মনোনীত যাঁরা

গাইবান্ধা প্রতিনিধি
আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১৩: ০৮
১৬ ইউপিতে আওয়ামী লীগের মনোনীত যাঁরা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। গত শনিবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত মোতাবেক উপজেলার ১৬টি ইউনিয়নের নৌকা প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করা হয়।

প্রার্থীরা হলেন, ১ নম্বর কামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মো. মোশাহেদ হোসেন চৌধুরী, ২ নম্বর কাটাবাড়ি ইউনিয়ন পরিষদে সফিক মাহমুদ গোলাপ, ৩ নম্বর শাখাহার ইউনিয়ন পরিষদে তাহাজুল ইসলাম ভুট্টো, ৪ নম্বর রাজাহার ইউনিয়ন পরিষদে মো. আব্দুল লতিফ সরকার ৫ নম্বর সাপমারা ইউনিয়ন পরিষদে শামীম রেজা মন্টু, ৬ নম্বর দরবস্ত ইউনিয়ন পরিষদে আ র ম শরিফুল ইসলাম জর্জ, ৭ নম্বর তালুককানুপুর ইউনিয়ন পরিষদে মাসুদ রানা, ৮ নম্বর নাকাই ইউনিয়ন পরিষদে মোকছেদুল আমিন রিপন, ১০ নম্বর রাখালবুরুজ ইউনিয়ন পরিষদে নূরজাহান বেগম, ১১ নম্বর ফুলবাড়ী ইউনিয়ন পরিষদে শান্তনু কুমার দেব শান্তু, ১২ নম্বর গুমানীগঞ্জ ইউনিয়ন পরিষদে মানিক মিয়া ও হরিরামপুর ইউনিয়ন পরিষদে জাহিদুল ইসলাম বাদল, ১৪ নম্বর কোচাশহর ইউনিয়ন পরিষদে আবু সুফিয়ান মণ্ডল, ১৫ নম্বর শিবপুর ইউনিয়ন পরিষদে সেকেন্দার আলী মণ্ডল, ১৬ নম্বর মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদে রেজওয়ানুর রহমান মুন্সী ও ১৭ নম্বর শালমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে পেয়েছেন আনিছুর রহমান আনিছ।

গাইবান্ধা জেলা আওয়ামী লীগের একাধিক নেতৃবৃন্দ বলেন, শনিবার (২০-নভেম্বর) আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সেই সভার সিদ্ধান্ত মোতাবেক রবিবার (২১-নভেম্বর) গোবিন্দগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়নের নৌকা প্রাপ্তদের নামের তালিকা ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

টাকা চুরি করতে দেখে ফেলায় দুই খালাকে হত্যা করে কিশোর: ডিবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত