Ajker Patrika

লাল কচ্ছপের দ্বীপ

মোশারফ হোসেন
আপডেট : ২৫ মার্চ ২০২২, ১২: ০৭
লাল কচ্ছপের দ্বীপ

এক লোক সমুদ্রে হঠাৎ ওঠা ঝড়ের কবলে পড়েন। প্রায় ডুবে যাচ্ছিলেন। কিন্তু কীভাবে কীভাবে যেন পাশের এক দ্বীপে আশ্রয় মেলে তাঁর। সেখানে লোকটি বাঁশ দিয়ে ভেলা তৈরি করে বাড়ি ফেরার চেষ্টা করেন। কিন্তু যতবারই চেষ্টা করেন, সমুদ্র থেকে বিশাল এক লাল কচ্ছপ এসে তাঁর ভেলাটি ধ্বংস করে দেয়।

একদিন সন্ধ্যায় কচ্ছপটি দ্বীপের এক পাশ দিয়ে হাঁটছিল। লোকটি রাগে-ক্ষোভে কচ্ছপটিকে আক্রমণ করে বসেন। হাতে থাকা লাঠি দিয়ে আঘাত করে কচ্ছপটিকে উল্টো করে দেন। তারপর লোকটি আরেকটি ভেলা তৈরি করে বাড়ি ফিরে যাওয়ার বন্দোবস্ত করতে থাকেন। কিন্তু তখনই তাঁর মনে অনুশোচনা জাগে। কচ্ছপটির জন্য লোকটির মায়া হয়। লোকটি কচ্ছপটিকে ঠিক করে তার জন্য পানি আনতে যান। এসে দেখেন কচ্ছপটি প্রায় মরে যাওয়ার উপক্রম। কিন্তু তারপরই ঘটল মজার ঘটনা। সেই লাল কচ্ছপটি হয়ে গেল লাল চুলের এক নারী। লোকটি তো বেজায় অবাক। কচ্ছপ আবার মানুষ হয় কী করে?

এরপর তো দুজনের মধ্যে খুব ভালো সম্পর্ক গড়ে ওঠে, তাঁরা বিয়ে করেন এবং তাঁদের একটি সন্তানও হয়। ছেলেটির চুলও লাল। কী অদ্ভুত, তাই না? কচ্ছপ থেকে মানুষ হওয়া!

এমনি অদ্ভুতুড়ে সব গল্পের দেখা মিলবে ফরাসি ও জাপানি ভাষায় নির্মিত ‘দ্য রেড টার্টেল’ সিনেমায়। এটি পরিচালনা করেন মিখাইল ডুডক ডি ভিট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত