Ajker Patrika

আহত কর্মীর মৃত্যু, বিচার দাবিতে বিক্ষোভ

নাঙ্গলকোট প্রতিনিধি
আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১৪: ৪৪
আহত কর্মীর মৃত্যু, বিচার দাবিতে বিক্ষোভ

নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনী সহিংসতায় আহত শাকিল হোসেন (২২) নামের এক যুবক মারা গেছেন। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শাকিল এই ইউপিতে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী এম এ হামিদের কর্মী ছিলেন।

গতকাল শুক্রবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। এরপর পেরিয়া ইউনিয়নের আশারকোটা গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এদিকে লাশ দাফনের পর গতকাল বিকেলে হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে পেরিয়া ইউনিয়নের মাধবপুর গ্রামে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এম এ হামিদ পথসভা করছিলেন। এ সময় ২০ থেকে ৩০ জনের একটি দল এই সভায় ধারাল অস্ত্র হাতে হামলা করে। এতে ১৫ জন আহত হন।

আহতদের মধ্যে আশারকোটা গ্রামের শাকিল হোসেন, কাজী জোড়পুকুরীয়া গ্রামের মোহাম্মদ ফরিদ ও ফরহাদ হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে শাকিলের অবস্থার আরও অবনতি হলে তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয় তাঁকে। ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।

চেয়ারম্যান পদপ্রার্থী এম এ হামিদ বলেন, ‘আমাকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীরা ধারাল অস্ত্র নিয়ে হামলা করেছে। এতে আমার ১৫ জন সমর্থক আহত হন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। আমি এ ঘটনায় জড়িতদের ফাঁসির দাবি করছি।’

এ ঘটনায় গতকাল বিকেল সাড়ে ৫টা পর্যন্ত কেউ মামলা বা অভিযোগ দায়ের করেননি বলে জানান নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন। তিনি বলেন, ‘আমি লোকমুখে বিষয়টি জেনেছি। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

বাহাত্তরের সংবিধান, জুলাই সনদ, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

পাকিস্তানের ভয়ে যুদ্ধের ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করতে চায় না ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত