Ajker Patrika

হা-ডু-ডু দেখতে দর্শকদের ভিড়

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১২: ২৯
হা-ডু-ডু  দেখতে দর্শকদের ভিড়

নরসিংদীর শিবপুরে বিজয় দিবস উদ্‌যাপন উপলক্ষে হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার পুটিয়া ইউনিয়নে বাড়ৈআলগী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। বাড়ৈআলগী এলাকার স্থানীয় যুবসমাজ এই খেলার আয়োজন করেন। স্থানীয় বিবাহিত ও অবিবাহিত যুবকেরা খেলায় অংশ নেন। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর খেলা ড্র হয়েছে। খেলা দেখতে মাঠে ভিড় করেন এলাকার হাজারো মানুষ।

খেলার উদ্বোধনী ও পুরস্কার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. শহিদুল্লাহ আফ্রাদ। প্রধান অতিথি ছিলেন পুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান খন্দকার হাসান উল সানি এলিছ।

খেলা উদ্বোধন করেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হালিম শিকদার, পুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেদুল হাসান রমজান ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব ভূঁইয়া, ইউপি সদস্য আবদুল আউয়াল ভূঁইয়া রতন ও মো. হান্নান মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবসমাজকে অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে এবং সুস্থ বিনোদনের জন্য গ্রামীণ এই খেলার আয়োজন অবশ্যই প্রশংসনীয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত