Ajker Patrika

নালিতাবাড়ী পাহাড়ে উৎসবের আমেজ

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১৭: ৫৬
নালিতাবাড়ী পাহাড়ে উৎসবের আমেজ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বারোমারী সাধু লিওর খ্রিষ্টান ধর্মপল্লিতে গতকাল বৃহস্পতিবার দুই দিনব্যাপী ফাতেমা রানির তীর্থোৎসব শুরু হয়েছে। শেষ হবে আজ শুক্রবার। এ উপলক্ষে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবের আমেজ বইছে। এরই মধ্যে বারোমারী খ্রিষ্টান মিশনে তীর্থোৎসবকে ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে কর্তৃপক্ষ।

আয়োজক কমিটি সূত্রে জানা যায়, ১৯৪২ সালে প্রায় ৪২ একর জমির ওপর প্রতিষ্ঠিত বারোমারী সাধু লিওর এ ধর্মপল্লি ১৯৯৮ সালে পর্তুগালের ফাতেমা নগরীর আদলে ও অনুকরণে পাহাড় ঘেরা মনোরম পরিবেশে তৈরি হওয়ায় এটিকে বার্ষিক তীর্থ স্থান হিসেবে নেওয়া হয়েছে। এবার প্রায় ৪০ থেকে ৬০ হাজার খ্রিষ্ট ভক্ত অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

‘ভ্রাতৃত্ব ও মিলন সমাজ গঠনে ফাতেমা রানি মা মারিয়া।’ এই মূলসুরে গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় পাপ স্বীকারের মধ্য দিয়ে শুরু হয় দুদিনের উৎসব। পরে বেলা ৪টায় পবিত্র খ্রিষ্টযাগ, রাত ৮টায় আলোক শোভাযাত্রা, ১১টায় সাক্রান্তের আরাধনা, রাত ১২টায় নিশি জাগরণ ও নিরাময় অনুষ্ঠান হয়। আজ শুক্রবার সকাল ৮টায় জীবন্ত ক্রুশের পথ ও সকাল ১০টায় মহা খ্রিষ্টযাগের মাধ্যমে তীর্থোৎসবের সমাপ্তি হবে।

মিশনের ফাদার তরুণ বনোয়ারী বলেন, ‘তীর্থোৎসবের প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। করোনার কারণে গত বছর অনুষ্ঠান আয়োজনের যে শিথিল ছিল তা এবার থাকছে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত