আজকের পত্রিকা ডেস্ক
বরিশাল নগরী ও বিভিন্ন উপজেলায় নানা আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয় উৎসব উদ্যাপিত হয়েছে। শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো, শোভাযাত্রা, আলোচনা সভা ছিল এসব আয়োজনের মধ্যে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে।
বরিশাল নগর: বিজয়ের ৫০ বছরের প্রথম প্রহরে গত বুধবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে নগরীর টর্চার সেলের স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এবং জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতা-কর্মীরা।
নগরীর বঙ্গবন্ধু উদ্যানে আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
এর আগে গতকাল সকাল সাড়ে ৬টায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ। এরপর বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল, রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জাজামান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক মো. জসীম উদ্দিন হায়দার, পুলিশ সুপার মো. মারুফ হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক, সামাজিক সংগঠনের পক্ষ থেকে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
বেলা সাড়ে ১১টায় নগরীর ত্রিশ গোডাউন বধ্যভূমিতে সদর আসনের এমপি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুকের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতা–কর্মীরা।
বিএনপির জেলা ও মহানগরের নেতা–কর্মীরা শোভাযাত্রা করে সকাল ১১টায় স্মৃতিস্তম্ভে ফুল দেন।
উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের উপস্থিতিতে গতকাল সকাল ৯টায় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয় বরিশাল বিশ্ববিদ্যালয়ে।
আগৈলঝাড়া: উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। উপজেলা আওয়ামী লীগও দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে শোভাযাত্রা করে। দুপুরে উপজেলার সরকারি শহীদ আবদুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত প্রমুখ।
হিজলা: সকাল ৮টার সময় উপজেলা সদর বাসস্ট্যান্ড বঙ্গবন্ধু ম্যুরালে জাতির বীর সন্তান মুক্তিযোদ্ধাদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন হিজলা উপজেলা প্রশাসন। সকাল ১০টার সময়ে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা সদর বাসস্ট্যান্ড বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়।
মুলাদী: গতকাল বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে মুলাদী সরকারি কলেজ মাঠে কুচকাওয়াজ, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর মোহাম্মদ হোসাইনী। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান তারিকুল হাসান খান মিঠু, পৌর মেয়র শফিক উজ্জামান রুবেল প্রমুখ।
গৌরনদী প্রতিনিধি: সকাল ৭টায় সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পৌরসভা, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে। শেষে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী হয়। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরি, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাস প্রমুখ।
বাবুগঞ্জ: উপজেলা আওয়ামী লীগও কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, জাতীয়, দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। দুপুরে উপজেলা স্টেডিয়াম মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমীনুল ইসলামের সভাপতিত্বে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, মুজিববর্ষ ও বিজয় দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলালসহ অন্যরা।
উজিরপুর: সকাল ৮টায় উপজেলা পরিষদের সামনে বরিশাল-২ আসনের সাংসদ মো. শাহে আলম তালুকদার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, উপজেলা প্রেসক্লাব, উপজেলা বিএনপি ৯ নম্বর সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর এম এ জলিলের স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে।
বরিশাল নগরী ও বিভিন্ন উপজেলায় নানা আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয় উৎসব উদ্যাপিত হয়েছে। শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো, শোভাযাত্রা, আলোচনা সভা ছিল এসব আয়োজনের মধ্যে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে।
বরিশাল নগর: বিজয়ের ৫০ বছরের প্রথম প্রহরে গত বুধবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে নগরীর টর্চার সেলের স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এবং জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতা-কর্মীরা।
নগরীর বঙ্গবন্ধু উদ্যানে আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
এর আগে গতকাল সকাল সাড়ে ৬টায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ। এরপর বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল, রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জাজামান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক মো. জসীম উদ্দিন হায়দার, পুলিশ সুপার মো. মারুফ হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক, সামাজিক সংগঠনের পক্ষ থেকে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
বেলা সাড়ে ১১টায় নগরীর ত্রিশ গোডাউন বধ্যভূমিতে সদর আসনের এমপি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুকের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতা–কর্মীরা।
বিএনপির জেলা ও মহানগরের নেতা–কর্মীরা শোভাযাত্রা করে সকাল ১১টায় স্মৃতিস্তম্ভে ফুল দেন।
উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের উপস্থিতিতে গতকাল সকাল ৯টায় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয় বরিশাল বিশ্ববিদ্যালয়ে।
আগৈলঝাড়া: উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। উপজেলা আওয়ামী লীগও দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে শোভাযাত্রা করে। দুপুরে উপজেলার সরকারি শহীদ আবদুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত প্রমুখ।
হিজলা: সকাল ৮টার সময় উপজেলা সদর বাসস্ট্যান্ড বঙ্গবন্ধু ম্যুরালে জাতির বীর সন্তান মুক্তিযোদ্ধাদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন হিজলা উপজেলা প্রশাসন। সকাল ১০টার সময়ে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা সদর বাসস্ট্যান্ড বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়।
মুলাদী: গতকাল বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে মুলাদী সরকারি কলেজ মাঠে কুচকাওয়াজ, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর মোহাম্মদ হোসাইনী। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান তারিকুল হাসান খান মিঠু, পৌর মেয়র শফিক উজ্জামান রুবেল প্রমুখ।
গৌরনদী প্রতিনিধি: সকাল ৭টায় সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পৌরসভা, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে। শেষে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী হয়। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরি, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাস প্রমুখ।
বাবুগঞ্জ: উপজেলা আওয়ামী লীগও কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, জাতীয়, দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। দুপুরে উপজেলা স্টেডিয়াম মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমীনুল ইসলামের সভাপতিত্বে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, মুজিববর্ষ ও বিজয় দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলালসহ অন্যরা।
উজিরপুর: সকাল ৮টায় উপজেলা পরিষদের সামনে বরিশাল-২ আসনের সাংসদ মো. শাহে আলম তালুকদার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, উপজেলা প্রেসক্লাব, উপজেলা বিএনপি ৯ নম্বর সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর এম এ জলিলের স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪