Ajker Patrika

কলকাতার সিনেমায় ফারিণ, এ মাসেই লন্ডনে শুটিং

আপডেট : ০৭ মে ২০২২, ১৬: ২২
কলকাতার সিনেমায় ফারিণ, এ মাসেই লন্ডনে শুটিং

লন্ডনে হবে কলকাতার জনপ্রিয় পরিচালক অতনু ঘোষের দশম সিনেমার শুটিং। নাম ‘আরও এক পৃথিবী’। সিনেমাটিতে অভিনয় করবেন বাংলাদেশের অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এই অভিনেত্রী কিছুদিন আগে অভিনয় করেছেন মোস্তফা সরয়ার ফারুকীর ওয়েব সিরিজ ‘লেডিস অ্যান্ড জেন্টেলম্যান’-এ। যা ভারতের ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভে প্রচার হয়। সেখানেই অতনু প্রথম দেখেন ফারিণকে। ফারিণ সম্পর্কে অতনু বলেন, ‘দেখেই মনে হলো, ইনিই সেই অভিনেত্রী, যাঁকে আমি আমার ১০ নম্বর সিনেমার জন্য খুঁজছিলাম। কথা বলার ধরন, শরীরী ভাষা সব ঠিকঠাক মিলে গিয়েছে। এটাই হবে ওনার প্রথম সিনেমা।’ এই পরিচালক জয়া আহসানকে নিয়ে ‘রবিবার’ ও ‘বিনিসুতোয়’ সিনেমা বানিয়েছেন এবং প্রশংসিত হয়েছেন।

‘আরও এক পৃথিবী’ সিনেমার গল্পটি অতনুর চেনা স্টাইলের চেয়ে আলাদা। চারজন মূল চরিত্র। যাদের মাথার ওপর ছাদ নেই। অর্থাৎ নিজস্ব কোনো আশ্রয় নেই। এমন আশ্রয় যেখানে মানুষ দিন শেষে স্বস্তি বোধ করে, পায় শান্তি। এমন একটা ছাদ যার ছায়ায় জীবন পার করা যায়। ফারিণ জানান, তাঁর চরিত্রের নাম প্রতীক্ষা। ১১ বছর বয়স থেকে তার মাথার ওপর কোনো বিশ্বস্ত ছাদ নেই। সেই ছাদের আশায় সে পৌঁছায় লন্ডন। কিন্তু সেখানে গিয়েও তার মুশকিল আসান হয় না।

অতনু ও কৌশিক গঙ্গোপাধ্যায়ফারিণ ছাড়াও মূল চরিত্রে অভিনয় করছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, সাহেব ভট্টাচার্য ও অনিন্দিতা বসু। কৌশিক গঙ্গোপাধ্যয়ের চরিত্রটির নাম শ্রীকান্ত। ছোটবেলায় সে স্বেচ্ছায় বাড়ি থেকে পালায়। তারপর থেকে ভবঘুরে। এদেশ-ওদেশ ঘুরতে ঘুরতে পৌঁছে যায় লন্ডনে। সেখানে সে এখন স্ট্রিট সিঙ্গার। সাহেবের চরিত্রের নাম অরিত্র, ছোটবেলায় মা-বাবাকে সড়ক দুর্ঘটনায় হারিয়ে এখন লন্ডনবাসী। অনিন্দিতা বসুর চরিত্রটির নাম আয়েশা। বিবাহসূত্রে সে গেছে লন্ডন। কিন্তু সেখানে গিয়ে তাঁর ছাড়াছাড়ি হয়ে যায়। এখন একাই থাকে। কোভিড-পরবর্তী সময়ে তার মাথার ওপর ছাদ তো দূরের কথা, পায়ের তলার মাটিও সরে যায়। এভাবেই কারও মাথার ওপর শান্তির ছাদ নেই। শেষে কীভাবে এরা এক সুতোয় বাঁধা পড়ে, সেটা নিয়েই গল্প।

এ সিনেমায় এই চারজনের বাইরে আছেন আরও ১২ জন অভিনয়শিল্পী। তাঁরা আবার বিভিন্ন দেশের—ইথিওপিয়া, সিরিয়া, পোল্যান্ড, ইরান, কোরিয়া ও পাকিস্তানের। সিনেমার সংগীত করবেন দেবজ্যোতি মিশ্র। শুটিং শুরু এ মাসেই। এ বছরের শেষদিকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

ফারিণ সম্পর্কে অতনু বলেন, ‘দেখেই মনে হলো, ইনিই সেই অভিনেত্রী, যাঁকে আমার ১০ নম্বর সিনেমার জন্য খুঁজছিলাম। কথা বলার ধরন, শরীরী ভাষা সব ঠিকঠাক মিলে গিয়েছে।’

কৌশিক গঙ্গোপাধ্যায় অভিনয় করছেন শ্রীকান্ত চরিত্রে। ছোটবেলায় সে বাড়ি থেকে পালায়। তার পর থেকে ভবঘুরে। এদেশ-ওদেশ ঘুরতে ঘুরতে এখন সে লন্ডনের স্ট্রিট সিঙ্গার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত