Ajker Patrika

কৃষিজমির মাটি ইটভাটায়

আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১২: ১৭
কৃষিজমির মাটি ইটভাটায়

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আইলহাস ইউনিয়নের বলেশ্বরপুর গ্রামের দক্ষিণপাড়ায় খননযন্ত্র (এক্সকাভেটর) দিয়ে ফসলি জমির মাটি কেটে ইটভাটায় নিয়ে যাওয়া হচ্ছে। এতে জমির উর্বরতা শক্তি নষ্ট হবে।

স্থানীয়রা জানান, পুকুর খননের নামে কৃষি জমির মাটি বিক্রি করছে বিভিন্ন ইটভাটায়। বেশ কিছুদিন থেকেই একটি চক্র সকাল সন্ধ্যা এমনকি রাতের আঁধারেও আবাদি জমির মাটি কেটে পুকুর তৈরির নামে ইটভাটায় বিক্রি করছে।

সরেজমিনে গিয়ে কথা হয় বলেশ্বরপুর গ্রামের মৃত কুশায় মণ্ডলের ছেলে গোলাম কিবরিয়ার সঙ্গে। তিনি অর্থের বিনিময়ে দিন ও রাতের আঁধারে পুকুর খননের নামে মাটি বিক্রি করছেন বিভিন্ন ইটভাটায়। গোলাম কিবরিয়া বলেন, ‘আমার নিজের জমির মাটি আমি কাটছি। আমার নিজের প্রয়োজন না থাকায় আমি মাটি বিক্রি করছি। এখানে সরকারি অনুমতি নেওয়ার কি আছে?’

এ বিষয়ে আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমাকে উপজেলা নির্বাহী অফিসার অবগত করে, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। আমি ইতিমধ্যে ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে পাঠিয়ে মাটি কাটার কাজে ব্যবহৃত এক্সকাভেটর জব্দ করিয়েছি। বাকিদের বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত