Ajker Patrika

ফিলিং স্টেশনকে জরিমানা

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 
আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৬: ৫৯
ফিলিং স্টেশনকে জরিমানা

লিটারে অকটেনের পরিমাণ কম দেওয়ার অপরাধে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ইসলামিয়া ফিলিং স্টেশনের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার বিকেলে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দীন আহমেদ।

অভিযান সূত্রে জানা গেছে, বেশ কয়েক দিন ধরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সাতবর্গ বাস টার্মিনাল এলাকার ইসলামিয়া ফিলিং স্টেশনে লিটারে অকটেনের পরিমাণ কম দেওয়ার অভিযোগ পাওয়া যায়। অভিযোগের ভিত্তিতে গত মঙ্গলবার বিকেলে এই অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ ইরফান উদ্দীন আহমেদ বলেন, এ ছাড়া ২টি করাত কলের মালিককেও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত