Ajker Patrika

জিভ দিয়ে ঠোঁট ভেজাবেন না

আজকের পত্রিকা ডেস্ক
জিভ দিয়ে ঠোঁট ভেজাবেন না

প্রশ্ন: সারা দিনে কয়েকবার করে পেট্রোলিয়াম জেলি ঠোঁটে ব্যবহার করি। তবুও ঠোঁট খুব শুষ্ক হয়ে যায়। এটা শুধু এই ঋতুতেই হয়, তা নয়। সব সময়ই ঠোঁটের শুষ্কতায় ভুগি। এটা কি বিশেষ কোনো সমস্যার কারণে হচ্ছে? আমি ম্যাট লিপস্টিক ব্যবহার করি না।

সোনিয়া এজাজ, ডেমরা

সম্ভবত আপনার জিভ দিয়ে ঠোঁট ভেজানোর অভ্য়াস আছে। এই অভ্যাস থেকে সরে আসতে হবে। প্রতিদিন রাতে পেট্রোলিয়াম জেলির সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে পাতলা মিশ্রণ তৈরি করে ঠোঁটে ব্যবহার করবেন। এ ছাড়া দিনে ২ ভাগ অলিভ অয়েলের সঙ্গে ১ ভাগ গ্লিসারিন মিশিয়ে ঠোঁটে ব্যবহার করুন। 

প্রশ্ন: রূপরুটিনে কী কী মেনে চললে ত্বক ভেতর থেকে জেল্লা ছড়াবে?

নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা

এখন বাজারে প্রচুর পরিমাণে টমেটো পাওয়া যায়। এ সময়ে টমেটোর জুস খেতে পারেন। টমেটো অ্যান্টি-অক্সিডেন্টের খুব ভালো উৎস; ফলে এর জুস পান করলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে। এ ছাড়া মুখে ব্যবহারের জন্য অর্ধেকটা টমেটোর সঙ্গে অর্ধেক গাজর ও আধা চা-চামচ কাঁচা হলুদ ব্লেন্ড করে নিন। এর সঙ্গে সামান্য পরিমাণে দুধ বা দুধের সর মেশান। এরপর আধা চা-চামচ মধু বা অলিভ অয়েল মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন।

এই পেস্ট মুখে লাগিয়ে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এরপর পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন। একদিন পরপর এই প্যাক মুখে ব্যবহার করলে রোদে পোড়া দাগ দূর হবে ও ত্বক উজ্জ্বল হবে।    

প্রশ্ন: ত্বক টানটান রাখতে কোন ধরনের প্যাক ব্যবহার করা যায়?

মাহবুব তালুকদার, বরগুনা

অ্যারারুট বা কর্নফ্লাওয়ার পানি দিয়ে ঘন করে গুলিয়ে চুলায় জ্বাল দিন। মিশ্রণটি দেখতে ভাতের মাড়ের মতো হলে নামিয়ে ঠান্ডা করে নিন। এরপর মুখ ক্লিনজার দিয়ে পরিষ্কার করে এই মিশ্রণটি ত্বকে লাগিয়ে নিন। শুকিয়ে টান ধরা পর্যন্ত অপেক্ষা করুন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। তবে বলিরেখা এড়াতে এই মিশ্রণটি মুখে লাগানোর পর কথা বলা ও হাসা থেকে বিরত থাকতে হবে। 

পরামর্শ দিয়েছেন: শারমিন কচি, রূপবিশেষজ্ঞ ও স্বত্বাধিকারী বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ার

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত