Ajker Patrika

মিশ্র ফল চাষে ভাগ্য বদলালেন জাকির 

অনিক সিকদার, বালিয়াকান্দি (রাজবাড়ী)
আপডেট : ২৪ অক্টোবর ২০২২, ১৫: ৩১
মিশ্র ফল চাষে ভাগ্য বদলালেন জাকির 

মিশ্র ফলের বাগান করে নিজের ভাগ্য বদলেছেন। ফিরিয়ে এনেছেন সংসারের সচ্ছলতা। প্রতিবছর মিশ্র এই ফলের বাগান থেকে আয় করছেন ৭-৮ লাখ টাকা। বলছিলাম, রাজবাড়ীর বালিয়াকান্দি সদর ইউনিয়নের শেখপাড়া গ্রামের মো. জাকির হোসেনের কথা। নিজের কয়েক শতাংশ এবং অন্যের জমি ইজারা নিয়ে মিশ্র ফলের বাগান করে তিনি এখন সফল।

জানা গেছে, ২০১৯ সালে জাকির ৫ বিঘার ওপর গড়ে তোলেন মিশ্র ফলের বাগান। বাগানে রয়েছে বারি-১ জাতের মাল্টা, পেয়ারা ও বিভিন্ন জাতের কুল বরই। পরের বছরই পেয়ারা ও কুল বরই বিক্রি করেন ১ লাখ টাকার। যদিও প্রথম বছর লাভ হয়নি, তবে পরের বছর থেকে তিনি ফল বিক্রি করে লাভের মুখ দেখেন।

জাকিরের বাগানে এখন ৬০০টি পেয়ারা, ৬০০টি মাল্টা ও অনেক কুল বরইগাছ রয়েছে। এসব চারা তিনি মাগুরা জেলা থেকে সংগ্রহ করেছেন। জাকির জানান, ২০২১ সালে তিনি সাড়ে ৩ লাখ টাকার শুধু পেয়ারাই বিক্রি করেন, আর চলতি বছর তিনি এই বাগান থেকে পেয়ারা বিক্রি করেছেন প্রায় ৫ লাখ এবং মাল্টা প্রায় ৩ লাখ টাকার। সে সঙ্গে লক্ষাধিক টাকার কুল বরই বিক্রি করেছেন।

সরেজমিনে দেখা যায়, বাগানের মধ্যে থোকায় থোকায় সবুজ পাতার মধ্যে অসংখ্য মাল্টা ও পেয়ারা ঝুলে রয়েছে। পোকামাকড়ের হাত থেকে পেয়ারা রক্ষা করার জন্য পলিথিন দিয়ে মোড়ানো রয়েছে। বাগান পরিচর্যা করছেন জাকির। সঙ্গে আরও কয়েকজন শ্রমিক কাজ করছেন।

জাকির বলেন, ‘২০১৯ সালে আমি মিশ্র ফলের বাগান করি। পরের বছর থেকেই ফল আসতে শুরু করে। ফলনও অনেক ভালো। প্রতিটি গাছেই প্রচুর ফল ধরে। বর্তমানে বাগান থেকে  ভালো 
আয় হচ্ছে। বছর গড়াচ্ছে আর

আয় বাড়ছে। মাল্টা, বরই ও পেয়ারার অনেক চাহিদা রয়েছে। আশা করছি, ভবিষ্যতে আরও বেশি আয় হবে।’ তবে যেভাবে সার ও কীটনাশকের দাম বাড়ছে, তাতে তিনি অনেকটাই শঙ্কিত। এভাবে দাম বাড়তে থাকলে ফল বাগানের মালিকেরা ক্ষতিগ্রস্ত হবেন।

এ বিষয়ে বালিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ‘কৃষি সম্প্রসারণ বিভাগের কাজই হচ্ছে কৃষি খাতকে সম্প্রসারণ করা। কোনো উদীয়মান কৃষকের সন্ধান পেলে আমরা তাঁদের সব ধরনের সহযোগিতা করব। তাঁরা যেকোনো পরামর্শ চাইলে দেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত