Ajker Patrika

জানাজার আগে লাশ পাঠানো হলো মর্গে

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
জানাজার আগে লাশ পাঠানো হলো মর্গে

জয়পুরহাটের আক্কেলপুরে এক বৃদ্ধকে জানাজার জন্য নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন স্বজনেরা। সে সময় পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহের নাক ও এক চোখে ক্ষত থাকায় ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়। গতকাল রোববার জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আওয়ালগাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

ওই ব্যক্তির নাম নছিরউদ্দিন (৭৫)। তিনি আওয়ালগাড়ী গ্রামের বাসিন্দা। তাঁর পাঁচ সন্তান। তিনি ছোট ছেলে হোসাইনের সঙ্গে একই বাড়িতে আলাদাভাবে থাকতেন। 
নছিরউদ্দিনের ছোট ছেলে হোসাইন বলেন, ‘মা-বাবা একই ঘরে ঘুমিয়ে ছিলেন। গতকাল ফজরের নামাজ আদায় করতে বাবা ঘুম থেকে উঠছিলেন না দেখে মা আমাকে ডাকেন। আমি ঘরে বাবাকে ঘুমিয়ে থাকতে দেখে ডাকাডাকি করি। বাবা যখন ঘুম থেকে উঠছিলেন না তখন চাদর সরিয়ে বাবার নাক ও একটি চোখে ক্ষত দেখতে পেয়ে প্রতিবেশী শহিদুল ইসলাম ও জাবেদকে বাড়িতে ডেকে নিয়ে আসি। এরপর তাঁরা আমার বাবার মরদেহ ঘর থেকে বের করে আনেন। রাতে বাবা-মায়ের ঘরের দরজা বন্ধ থাকে। কীভাবে বাবার নাক ও চোখে ক্ষতের সৃষ্টি হলো, তা বুঝতে পারছি না। আমার বাবা হয়তো অনেক আগে মারা গেছেন। তেলাপোকা অথবা ইঁদুর আমার বাবার নাক ও চোখে কামড়ে ক্ষতের সৃষ্টি করেছে বলে আমরা ধারণা করছি।’

প্রতিবেশী শহিদুল ইসলাম ও জাবেদ হোসেনের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা ঘরে গিয়ে নছিরউদ্দিনের নাক ও একটি চোখ ক্ষত অবস্থায় মরদেহ ঘর থেকে বের করে আনেন। নছিরউদ্দিনের সঙ্গে পরিবারের সবার ভালো সম্পর্ক ছিল। তাঁকে কখনো উচ্চ স্বরে কথা বলতে শোনেননি তাঁরা।

আক্কেলপুর থানার ওসি সাইদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহের নাক ও একটি চোখ ক্ষত অবস্থায় পেয়েছি। স্বজনদের জিজ্ঞাসাবাদের পর বৃদ্ধের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত