Ajker Patrika

‘ভোট গ্রহণে অনিয়ম বরদাশত করা হবে না’

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১২: ৩৮
‘ভোট গ্রহণে অনিয়ম বরদাশত করা হবে না’

ফরিদপুরের মধুখালীতে পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট গ্রহণে কোনো প্রকার অন্যায়, অনিয়ম বরদাশত করা হবে না বলে সতর্ক করেছেন ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) অতুল সরকার। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মধুখালী উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাচনের প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার (এসপি) মো. আলিমুজ্জামান বিপিএম। বক্তব্য দেন জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মো. হাবিবুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামিম আরা, রিটার্নিং কর্মকর্তা রাসেদুল ইসলাম, মো. ইসমাইল হোসেন, প্রার্থীদের মধ্যে মো. মতিয়ার রহমান খান, মোল্লা মো. ইসহাক, জাকির হোসেন মিয়া, মো. ইউসুফ মোল্লা, আ. রহিম ফকির প্রমুখ।

প্রধান অতিথি বলেন, নির্বাচনে টাকা দিয়ে ভোট কেনার সুযোগ নেই, এ ব্যাপারে প্রাথমিক ভাবে ইউএনও এবং ওসিকে খবর দেবেন তারা কাজ না করলে আমাকে এবং এসপি সাহেবকে বলবেন আমরা ব্যবস্থা নিব।

আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপে মধুখালী উপজেলার কামারখালী, বাগাট, রায়পুর এবং জাহাপুর ইউপিতে নির্বাচন হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত