Ajker Patrika

মরা গরুর মাংস বিক্রি, জরিমানা

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 
আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১৪: ৪৪
মরা গরুর মাংস বিক্রি, জরিমানা

কুষ্টিয়ার ভেড়ামারায় মরা গরুর মাংস বিক্রি করায় এক কসাইকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার সকালে পৌরসভার ফারাকপুর উত্তর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। মাংস ব্যবসায়ী মজনু ফারাকপুর এলাকার বাসিন্দা।

এদিকে খবর জেনে ক্রেতারা মাংস নিয়ে এসে দোকান ঘিরে রাখেন এবং মজনুর শাস্তির দাবিতে বিক্ষোভ করেন।

মাংস ক্রেতা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা একেএম ফজলুল হকের কাছে সংবাদ আসে ফারাকপুর এলাকায় মজনু নামে এক মাংস ব্যবসায়ী মরা গরুর মাংস বিক্রি করছেন। বিষয়টি ফজলুল হক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানান। পরে মজনুর মাংসের দোকানে অভিযান চালানো হয়। এ সময় মরা গরুর মাংস জব্দ করা হয়। এর আগেই মজনু পালিয়ে যান। পরে বিকেল ৩টায় মজনু উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে যান।

ফারাকপুর এলাকার বাসিন্দা মাফু হোসেন বলেন, আমার ভাতিজার সুন্নতে খতনার অনুষ্ঠান উপলক্ষে গতকাল সকাল ৭টায় ১৫ কেজি মাংস ৫২০ টাকা দরে কিনে নিই। মাংস রান্না করা হয়ে গিয়েছিল। পরে কাউন্সিলর ফিরোজ মৃধা বিষয়টি জানালে রান্না করা মাংস নিয়ে কসাইয়ের দোকানে এসেছি।

কয়েকজন মাংস ক্রেতার অভিযোগ, মরা গরু জবাই করে সেই মাংস বিক্রি করছে এটা অপরাধ। মাংস ব্যবসায়ীরা মাঝেমধ্যে এমন ঘটনা ঘটান।

ইউএনও দীনেশ সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরা গরুর মাংস জব্দ করা হয়। সে সময় কসাই মজনু পালিয়ে গেলেও বিকেলে তিনি কার্যালয়ে আসেন। পরে ভোক্তা অধিকার আইনে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

মানবিক করিডর না ভূ-রাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত