Ajker Patrika

নিরাপত্তার চাদরে ঢাকবে শহর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিরাপত্তার চাদরে ঢাকবে শহর

চট্টগ্রামে পলোগ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার জনসভায় সাড়ে সাত হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবেন। তবে শুধু পলোগ্রাউন্ডেই পুলিশ থাকবে না, পুরো শহর একটি নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হবে।

গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার কৃষ্ণপদ রায় জনসভাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান।

এ সময় নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন উপস্থিত ছিলেন। আগামী ৪ ডিসেম্বর এ জনসভা হবে।

সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায় বলেন, প্রধানমন্ত্রীর নিরাপত্তাব্যবস্থা সমন্বয় করে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)। তাঁদের তত্ত্বাবধানে এবং পরামর্শক্রমে সাড়ে সাত হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে।

কৃষ্ণপদ রায় আরও বলেন, ‘সিএমপিতে আমাদের ছয় হাজারের মতো অফিসার-ফোর্স আছে। তাঁরা অধিকাংশই বিভিন্ন নিরাপত্তাব্যবস্থার সঙ্গে সংযুক্ত থাকবেন। বাইরে থেকে আরও দেড় হাজার ফোর্স যুক্ত হবেন।’

সিএমপি কমিশনার বলেন, ‘এসএসএফ, পিজিএফ, সাদা পোশাকের গোয়েন্দা সংস্থার সদস্যরাও নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। নিরাপত্তায় আর্চওয়ে, ক্লোজড সার্কিট ক্যামেরা, ড্রোনসহ প্রযুক্তিগত সবকিছু যুক্ত থাকবে নিরাপত্তায়। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর কর্মসূচি কেন্দ্র করে পুলিশ মোতায়েন শুরু হয়ে গেছে।’

জনসভার দিন ট্রাফিক ব্যবস্থাপনার বিষয়ে কৃষ্ণপদ রায় বলেন, ‘যাঁরা গাড়ি নিয়ে, মিছিল নিয়ে জনসভায় আসবেন, তাঁরা কোথায় গাড়ি থেকে নামবেন, মিছিল কোথায় থামবে, সেটা আমরা জানিয়ে দেব।’

সিএমপি কমিশনার বলেন, ‘জনসভার দিন সকাল ও বিকেলে—দুই শিফটে স্কুলে পরীক্ষা আছে। জনসভাস্থলের পাশেও একটি পরীক্ষাকেন্দ্র আছে। সেদিকে আমাদের নজর আছে। আমরা অভিভাবকদের বলব, পরীক্ষার্থীরা যেন একটু আগেভাগে বাসা থেকে বের হয়। এরপরও কেউ আটকে গেলে কিংবা সমস্যায় পড়লে ট্রিপল নাইনে ফোন করে আমাদের জানালে, পুলিশ তাঁদের পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত