খান রফিক, বরিশাল
বরিশালে বিএনপির তিন ইউনিটের কমিটি গঠন কার্যক্রম স্থগিত করেছে কেন্দ্র। এ তিনটি ইউনিট হচ্ছে মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি। গতকাল রোববার দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বরিশালের নেতাদের ফোনে এ সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। কমিটি গঠনের অনিয়মের অভিযোগ এবং এর প্রতিবাদে বিক্ষোভ, সংবাদ সম্মেলনের পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন এ তথ্য নিশ্চিত করে বলেছেন, আগামী ৫ নভেম্বর বরিশাল বিভাগীয় গণসমাবেশ না হওয়া পর্যন্ত সব ধরনের পুনর্গঠন প্রক্রিয়া স্থগিত করা হয়েছে।
এদিকে চলমান পুনর্গঠন প্রক্রিয়া স্থগিত হওয়ায় বরিশালে নেতা-কর্মীদের মধ্যে আলোড়ন শুরু হয়েছে।জানা গেছে, চলতি মাসে বরিশাল মহানগর বিএনপি ১৪টি ওয়ার্ডের কমিটি গঠন করে। ওই কমিটিতে আওয়ামীঘেঁষাদের পদ দেওয়ার অভিযোগ ওঠে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ উপেক্ষা করে অঙ্গসংগঠনের নেতাদেরও পদ দেওয়া হয়। এর প্রতিবাদে নগরের ৫ অক্টোবর ২৪, ৬ অক্টোবর ২৫ ও ১৩ অক্টোবর ৭ নম্বর ওয়ার্ডে বিক্ষোভ করেন পদবঞ্চিতরা। একইভাবে দক্ষিণ জেলা বিএনপির অধীনে সদরসহ বেশ কয়েকটি উপজেলার কমিটি গঠনে অনিয়মের অভিযোগ ওঠে। প্রতিবাদে সদর উপজেলা বিএনপির একাংশ বিক্ষোভ, সংবাদ সম্মেলন করে।
চরবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. জিয়াউল ইসলাম সাবু বলেন, কেন্দ্রীয় নির্দেশনা উপেক্ষা করে রোববার চরবাড়িয়া ইউনিয়ন বিএনপির কর্মী সভা করার উদ্যোগ নিয়েছে দক্ষিণের আহ্বায়ক ও সদস্যসচিব। বর্তমান দক্ষিণ বিএনপির ওপর হাইকমান্ড নাখোশ।
দক্ষিণ জেলা বিএনপির সদস্য আবুল হোসেন খান বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফোন করে রিজভী ভাইকে ৫ নভেম্বরের গণসমাবেশ পর্যন্ত কমিটি গঠন কার্যক্রম স্থগিত করার নির্দেশ দিয়েছেন। তিনি স্থানীয় নেতাদের ফোনে এই সিদ্ধান্ত জানিয়েছেন। রুহুল কবির রিজভীর সঙ্গে তাঁরও এমন কথা হয়েছে বলে জানান আবুল হোসেন খান।
এদিকে উত্তর জেলা বিএনপিতে কমিটি গঠন নিয়ে অভিযোগ আরও প্রকট আকার ধারণ করেছে। শনিবারও এ নিয়ে বিরোধে হিজলা উপজেলা বিএনপির কর্মী সভা পণ্ড হয়ে যায়।
উত্তর জেলা বিএনপির সভাপতি দেওয়ান মো. শহিদুল্লাহ জানান, তাঁকে রোববার সকালে ফোনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী বলেছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ অনুযায়ী আগামী ৫ নভেম্বর পর্যন্ত দলের কমিটি গঠনের কাজ বন্ধ রাখতে হবে। এই সময়ের মধ্যে গণসমাবেশ বাস্তবায়ন কার্যক্রম ব্যতীত আর কোনো কার্যক্রম করা যাবে না।
নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়া উদ্দিন সিকদার জানান, তিনি শুনেছেন চলমান কমিটি গঠন প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। কমিটি গঠন নিয়ে সম্প্রতি যে ক্ষোভ দেখা দিয়েছে তার প্রভাব পড়াটাই স্বাভাবিক।
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে বরিশাল নগর, উত্তর ও দক্ষিণের চলমান দল পুনর্গঠন কাজ স্থগিত করা হয়েছে। আগামী গণসমাবেশ পর্যন্ত এই স্থগিতাদেশ বলবৎ থাকবে। সম্প্রতি ভারপ্রত্প চেয়ারম্যানের নির্দেশনা উপেক্ষা করে নগরসহ তিনটি ইউনিট নেতারা তৃণমূল কমিটি করায় এই স্থগিতাদেশ আসছে কি না, এ প্রসঙ্গে বলেন, দল এই মুহূর্তে জনসভা সফল করার কথাই ভাবছে।
বরিশালে বিএনপির তিন ইউনিটের কমিটি গঠন কার্যক্রম স্থগিত করেছে কেন্দ্র। এ তিনটি ইউনিট হচ্ছে মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি। গতকাল রোববার দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বরিশালের নেতাদের ফোনে এ সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। কমিটি গঠনের অনিয়মের অভিযোগ এবং এর প্রতিবাদে বিক্ষোভ, সংবাদ সম্মেলনের পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন এ তথ্য নিশ্চিত করে বলেছেন, আগামী ৫ নভেম্বর বরিশাল বিভাগীয় গণসমাবেশ না হওয়া পর্যন্ত সব ধরনের পুনর্গঠন প্রক্রিয়া স্থগিত করা হয়েছে।
এদিকে চলমান পুনর্গঠন প্রক্রিয়া স্থগিত হওয়ায় বরিশালে নেতা-কর্মীদের মধ্যে আলোড়ন শুরু হয়েছে।জানা গেছে, চলতি মাসে বরিশাল মহানগর বিএনপি ১৪টি ওয়ার্ডের কমিটি গঠন করে। ওই কমিটিতে আওয়ামীঘেঁষাদের পদ দেওয়ার অভিযোগ ওঠে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ উপেক্ষা করে অঙ্গসংগঠনের নেতাদেরও পদ দেওয়া হয়। এর প্রতিবাদে নগরের ৫ অক্টোবর ২৪, ৬ অক্টোবর ২৫ ও ১৩ অক্টোবর ৭ নম্বর ওয়ার্ডে বিক্ষোভ করেন পদবঞ্চিতরা। একইভাবে দক্ষিণ জেলা বিএনপির অধীনে সদরসহ বেশ কয়েকটি উপজেলার কমিটি গঠনে অনিয়মের অভিযোগ ওঠে। প্রতিবাদে সদর উপজেলা বিএনপির একাংশ বিক্ষোভ, সংবাদ সম্মেলন করে।
চরবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. জিয়াউল ইসলাম সাবু বলেন, কেন্দ্রীয় নির্দেশনা উপেক্ষা করে রোববার চরবাড়িয়া ইউনিয়ন বিএনপির কর্মী সভা করার উদ্যোগ নিয়েছে দক্ষিণের আহ্বায়ক ও সদস্যসচিব। বর্তমান দক্ষিণ বিএনপির ওপর হাইকমান্ড নাখোশ।
দক্ষিণ জেলা বিএনপির সদস্য আবুল হোসেন খান বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফোন করে রিজভী ভাইকে ৫ নভেম্বরের গণসমাবেশ পর্যন্ত কমিটি গঠন কার্যক্রম স্থগিত করার নির্দেশ দিয়েছেন। তিনি স্থানীয় নেতাদের ফোনে এই সিদ্ধান্ত জানিয়েছেন। রুহুল কবির রিজভীর সঙ্গে তাঁরও এমন কথা হয়েছে বলে জানান আবুল হোসেন খান।
এদিকে উত্তর জেলা বিএনপিতে কমিটি গঠন নিয়ে অভিযোগ আরও প্রকট আকার ধারণ করেছে। শনিবারও এ নিয়ে বিরোধে হিজলা উপজেলা বিএনপির কর্মী সভা পণ্ড হয়ে যায়।
উত্তর জেলা বিএনপির সভাপতি দেওয়ান মো. শহিদুল্লাহ জানান, তাঁকে রোববার সকালে ফোনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী বলেছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ অনুযায়ী আগামী ৫ নভেম্বর পর্যন্ত দলের কমিটি গঠনের কাজ বন্ধ রাখতে হবে। এই সময়ের মধ্যে গণসমাবেশ বাস্তবায়ন কার্যক্রম ব্যতীত আর কোনো কার্যক্রম করা যাবে না।
নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়া উদ্দিন সিকদার জানান, তিনি শুনেছেন চলমান কমিটি গঠন প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। কমিটি গঠন নিয়ে সম্প্রতি যে ক্ষোভ দেখা দিয়েছে তার প্রভাব পড়াটাই স্বাভাবিক।
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে বরিশাল নগর, উত্তর ও দক্ষিণের চলমান দল পুনর্গঠন কাজ স্থগিত করা হয়েছে। আগামী গণসমাবেশ পর্যন্ত এই স্থগিতাদেশ বলবৎ থাকবে। সম্প্রতি ভারপ্রত্প চেয়ারম্যানের নির্দেশনা উপেক্ষা করে নগরসহ তিনটি ইউনিট নেতারা তৃণমূল কমিটি করায় এই স্থগিতাদেশ আসছে কি না, এ প্রসঙ্গে বলেন, দল এই মুহূর্তে জনসভা সফল করার কথাই ভাবছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪