Ajker Patrika

শিক্ষক সমিতিতে টসে সভাপতি নির্বাচন

বাকৃবি প্রতিনিধি
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ১৩: ৪৮
শিক্ষক সমিতিতে টসে সভাপতি নির্বাচন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামীপন্থী ‘গণতান্ত্রিক শিক্ষক ফোরাম’ ১৫টি পদের মধ্যে ১৩টিতেই জয়লাভ করেছে। দুটি পদে জয় পেয়েছে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ‘সোনালী দল’। সভাপতি পদে গণতান্ত্রিক শিক্ষক ফোরামের অধ্যাপক ড. আব্দুস সালাম এবং সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ড. গোলাম ফারুক নির্বাচিত হন। সভাপতি নির্ধারিত হয় টস করে।

নির্বাচন কমিশনার সূত্রে জানা গেছে, নির্বাচনে সভাপতি পদে সমান ১৫৩ ভোট পান গণতান্ত্রিক শিক্ষক ফোরামের প্রার্থী অধ্যাপক ড. আব্দুস সালাম এবং সোনালী দলের অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান। পরে টসে আওয়ামীপন্থী শিক্ষক সংগঠনের প্রার্থী জয়ী হন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ড. গোলাম ফারুক ১৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

গত বুধবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কমপ্লেক্সে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। গণনা শেষে রাত সাড়ে ১১টার দিকে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তা ছিলেন শিক্ষক সমিতির বিদায়ী সভাপতি ড. মো. জয়নাল আবেদীন এবং সাধারণ সম্পাদক ড. সুবাস চন্দ্র দাস। ৪৪০ জন শিক্ষক তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন সহসভাপতি অধ্যাপক ড. খান মো. সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আশরাফুল হক, যুগ্ম সম্পাদক-১ অধ্যাপক ড. মোহা. রেজাউল করিম, যুগ্ম সম্পাদক-২ ড. জায়েদুল হাসান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ড. মো. ফুয়াদ হাসান, তথ্যপ্রযুক্তি ও প্রচার সম্পাদক গোলাম মোহাম্মদ মোস্তাকিম, সমাজকল্যাণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবুল প্রতীক সিদ্দিক (সোনালী দল)।

এ ছাড়া সদস্য পদে অধ্যাপক ড. সালেহা খান, অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অধ্যাপক ড. মুহম্মদ জিয়াউল হক, অধ্যাপক ড. আনিসুর রহমান এবং অধ্যাপক ড. মো. আনিছুর রহমান মজুমদার (সোনালী দল) নির্বাচিত হয়েছেন।

প্রিসাইডিং অফিসার অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীন বলেন, ‘গঠনতন্ত্র অনুযায়ী একাধিক প্রার্থীর ভোট সমান হলে টস করে বিজয়ী নির্ধারণ করার বিধান রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত