Ajker Patrika

ঘর সাজাতে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ০৯: ০৬
ঘর  সাজাতে

ট্রেন্ডি কিংবা বাজারে যা পাওয়া যায় তাই কিনে ঘর ভরানোর নাম অন্দর সজ্জা নয়। ঘরের আকার, রং, আলোর উৎস ইত্যাদি সবকিছু ভেবে যে জিনিসটি মানানসই, তাই দিয়ে ঘর সাজাতে হবে।

ফ্লোর ম্যাট

সব সময় বড় ফ্লোর ম্যাট কিনুন। চেয়ারের পায়াগুলো ম্যাটের ওপরে থাকলে দেখতে ভালো লাগে।

সব এক রঙের নয়

ঘরের দেয়াল ও আসবাব একই রঙের না হওয়াই ভালো। এগুলো বিপরীত রঙের হলে ঘরের সৌন্দর্য ফুটবে। তাই কেনার পর আসবাব রং করার চেয়ে আগেই পছন্দের রঙের আসবাব কিনে নিন।

পর্দা

মেঝে পর্যন্ত লম্বা এমন পর্দা কিনুন। এতে ঘরের আকার বড় দেখাবে।

কুশনের আকার

আসবাবের দোকানে বড় আকারের কুশন দেখতে হয়তো ভালো লাগে। কিন্তু বড় কুশন ঘরে আনলে খুব কম আসবাবের সঙ্গেই তা মানায়। ছোট কুশনে ঘর বড় দেখাবে।

আসবাবে আরাম

শুধু দেখতে ভালো বলে আসবাব কিনবেন না। আরামের কথাও ভাবুন। শক্ত, নরম, মাঝামাঝি শক্ত যেমন চেয়ার বা সোফায় বসে আরাম পান তেমনই কিনুন।

আলো

ঘরে অনেক ধরনের লাইট লাগানোর প্রয়োজন নেই। এক বা দুই ধরনের আলো হলেই তা যথেষ্ট। সিলিংয়ের সঙ্গে লাইট যুক্ত না করাই ভালো। ল্যাম্প, এলইডি ও স্কানস লাইট ব্যবহার করুন। শোয়ার ঘরের জন্য ওয়ার্ম লাইট কিনুন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত