Ajker Patrika

পাটজাত পণ্য তৈরির প্রশিক্ষণ

বরিশাল প্রতিনিধি
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১২: ৪৯
পাটজাত পণ্য তৈরির প্রশিক্ষণ

বরিশাল নগরীতে ৫ দিনব্যাপী বহুমুখী পাটজাত পণ্য তৈরি ও বিপণনের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার বিকেলে বরিশাল জিলা স্কুল সংলগ্ন সেলিব্রেশন পয়েন্টের হল রুমে বরিশাল উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এবং এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায় এ পাটজাত পণ্য তৈরি ও বিপণন প্রশিক্ষণ শেষ হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান। সভাপতিত্ব করেন বরিশাল উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লিলি আহমেদ।

এতে বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, এসএমই ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক রাহুল বড়ুয়া। অনুষ্ঠানে শুরুতে আলোচনায় বক্তারা এসএমই ফাউন্ডেশনের বিভিন্ন দিক তুলে ধরেন। পরে অতিথিরা প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ