Ajker Patrika

তিন মাদকসেবীর কারাদণ্ড

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১৩: ৫০
তিন মাদকসেবীর কারাদণ্ড

ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী অভিযানে তিন মাদকসেবীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া মাদক ব্যবসার অভিযোগে পলাতক এক নারীর নামে মামলা দায়ের করা হয়েছে। গত বুধবার দিনব্যাপী উপজেলার শশীদল ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) শশীদল বিওপি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কুমিল্লা জেলা অফিস উপজেলা প্রশাসনকে সহায়তা করে।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, মাদকবিরোধী টাস্কফোর্স এ অভিযান চালায়। এ সময় উপজেলার শশীদল ইউনিয়নের হরিমংঙ্গল বাজারে মোটরসাইকেল আরোহী খোরশেদ আলম (৩০), জামাল হোসেন (৩৫) নামের দুই ব্যক্তির কাছে তল্লাশি চালিয়ে ৫০ গ্রাম গাঁজা পাওয়া যায়। এ সময় ভ্রাম্যমাণ আদালত ওই দুজনকে তিন মাস করে সশ্রম কারাদণ্ড দেন।

একই ইউনিয়নের আশাবাড়ী এলাকায় মাসুদ রানা (৩০) নামের এক যুবকের কাছে তল্লাশি চালিয়ে সেবনের উদ্দেশ্যে রাখা একটি ইয়াবা বড়ি পাওয়া যায়। এ সময় ভ্রাম্যমাণ আদালত মাসুদ রানাকে দুই মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।

এ ছাড়া দক্ষিণ তেতাভূমির বাশতলী এলাকায় হনুফা খাতুনের ঘরে তল্লাশি চলানো হয়। এতে ঘর থেকে ১০ বোতল ফেনসিডিল, ৫ বোতল নেশাজাতীয় সিরাপ ও নগদ ৬৮ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়। এর আগে অভিযানের খবর টের পেয়ে হনুফা খাতুন (৪১) পালিয়ে যান। পরে তাঁর বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর কুমিল্লা জেলা অফিস।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা বলেন, ‘ব্রাহ্মণপাড়াকে মাদক মুক্ত ও চোরাচালান মুক্ত উপজেলায় রূপান্তর করতে এ ধরনের অভিযান চলবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত