Ajker Patrika

মেঘনা নদীর মাছঘাটে ডাকাতি

হিজলা প্রতিনিধি
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১১: ০৬
মেঘনা নদীর মাছঘাটে ডাকাতি

হিজলা উপজেলায় মেঘনা নদীর মাছ ঘাটে ডাকাতির অভিযোগ পাওয়া যায়।। গত সোমবার দিবাগত রাত আনুমানিক ১২টার সময় উপজেলার গৌরবদী ইউনিনে এ ডাকাতি সংঘটিত হয়।

জানা যায় মাটিয়ালা গ্রামের ৭ নম্বর ঘাট, পূর্বমান্দ্রা সংলগ্ন মাছঘাট ও শাওড়া বাজার সংলগ্ন মাছঘাটে এই ডাকাতির ঘটনা ঘটে। । মাছের আড়ত তিনটির মালিক হিজলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হিজলা গৌরবদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন।

নজরুল ইসলাম মিলন বলেন, ‘আমার তিনটি মাছঘাটে ডাকাতি হয়েছে। আমি এখনো যেতে পারিনি। তবে শুনেছি নগদ টাকা, আড়তে জমা মাছ, মোবাইল ফোন এবং টিভি নিয়ে গেছে।

মাছঘাট পরিচালনার দায়িত্বে থাকা আলাউদ্দিন সরকার বলেন, ‘গত রাতে ডাকাতদল আমাদের ৩টি ঘাটে ডাকাতি করে। তারা স্পিডবোট নিয়ে এসে অস্ত্র দেখিয়ে সবাইকে জিম্মি করে ৮-১০ লাখ টাকা অর্থসহ মালামাল নিয়ে যায়।

এ বিষয়ে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইউনুস মিয়া বলেন, ‘আমি সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। সেখানেই আছি। তদন্তে করে ব্যবস্থা নেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত