Ajker Patrika

দাপিয়ে বেড়াচ্ছে ৩ চাকার যান

চৌদ্দগ্রাম প্রতিনিধি
আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ১৬: ০০
দাপিয়ে বেড়াচ্ছে ৩ চাকার যান

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম অংশে চলছে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা। মহাসড়কে চলাচল করা অবৈধ এসব তিন চাকার যান সকাল থেকে গভীর রাত পর্যন্ত এলোপাতাড়ি ও নির্বিঘ্নে চলাচল করছে। এতে যানজটসহ ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। এসব যান চলায় স্বল্প দূরত্বে চলাচলকারী মানুষের যাতায়াত সহজ হলেও অধিকাংশের জন্য ভোগান্তির কারণ হচ্ছে। মাঝেমধ্যে হাইওয়ে পুলিশ অভিযান চালালেও তা ফলপ্রসূ হচ্ছে না।

সরেজমিনে দেখা গেছে, উপজেলা সদরের চৌদ্দগ্রাম বাজার, পদুয়া, চিওড়া, বাতিসা, মিয়াবাজারসহ মহাসড়কের পাশে আঞ্চলিক সড়কগুলো থাকে এসব যানবাহনের দখলে। সড়কের পাশে যাত্রী ওঠানামা করাতে এসব যান দাঁড়িয়ে থাকে। এতে যানজটের সৃষ্টি হচ্ছে। ফলে দূরপাল্লার যাত্রীদের পড়তে হয় চরম ভোগান্তিতে।

এদিকে মাঝেমধ্যে হাইওয়ে পুলিশ অভিযান চালিয়ে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা আটক করলেও জরিমানা দিয়ে বেরিয়ে এসে আবারও সেগুলো মহাসড়কে চলাচল করছে। এ ছাড়া হাইওয়ে পুলিশের অভিযানের সংবাদ আগে থেকেই ফাঁস হয়ে যাওয়ায় অটোরিকশা মহাসড়ক ছেড়ে কিছুক্ষণের জন্য আঞ্চলিক সড়কে চলে যায়। এতে সাঁড়াশি অভিযান পরিচালনা করা সম্ভব হয় না।

হাইওয়ে পুলিশের মিয়াবাজার থানার ইনচার্জ জাকির হোসেন বলেন, ‘পুলিশের চোখ ফাঁকি দিয়ে নিষিদ্ধ এসব যানবাহন চলাচল করছে। আমরা প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছি।’

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন বলেন, এসব যানবাহন মহাসড়কে চলাচল সম্পূর্ণ নিষেধ। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য হাইওয়ে পুলিশকে নির্দেশ দেওয়া হবে।’

চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র জি এম মীর হোসেন মিরু বলেন, নিষেধাজ্ঞা থাকার কারণে পৌরসভা থেকে কোনো অটোরিকশাকে লাইসেন্স দেওয়া হয়নি। সংশ্লিষ্টরা প্রয়োজনীয় ব্যবস্থা নিলে এসব যানবাহন চলাচল রোধ করা সম্ভব বলে মনে করেন তিনি।

রেজিস্ট্রেশন-বহির্ভূত ও মহাসড়কে নিষিদ্ধ এসব যানবাহন চলাচল রোধে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন পৌরসভার মেয়র।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত